মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় মার্কিন ডলারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে আনন্দবাস গ্রামের মৃত আফসার শেখের ছেলে জাহাঙ্গীর শেখ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করে।
উদ্ধার ডলারের বাজারমূল্য ৬২ লাখ টাকার বেশি। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এই অভিযান চালায় বলে বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আনন্দবাস সীমান্ত দিয়ে মার্কিন ডলার পাচারের চেষ্টা হবে। পরে সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে ফাইসাতলা এলাকায় আভিযানিক দল অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে শূন্যরেখা থেকে বাইসাইকেলে ঘাসভর্তি বস্তা নিয়ে আসতে দেখে জাহাঙ্গীরকে আটক করা হয়। তল্লাশিতে কালো স্কচটেপে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার হয়। এ সময় একটি বাইসাইকেল ও বাটন মোবাইলও জব্দ করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার ডলার ও মালামালের মোট মূল্য ৬২ লাখ এক হাজার ৫৪০ টাকা। আটক জাহাঙ্গীরকে মুজিবনগর থানায় হস্তান্তর করে নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ডলারগুলো ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলছে। এ ঘটনায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা করেছেন। আটক আসামি ও মার্কিন ডলার মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

















