Swadhin News Logo
শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সমুদ্রে বড় বড় ঢেউ, সৈকতে পর্যটকের ঢল

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৬, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ণ
সমুদ্রে বড় বড় ঢেউ, সৈকতে পর্যটকের ঢল

দূরের আকাশে মেঘের খেলায় রঙিন ভোর। গর্জন তুলে ধেয়ে আসা ঢেউ যেন সমুদ্রের এক অনন্ত ডাক। সেই ডাকেই সাড়া দিচ্ছেন হাজারো ভ্রমণপিপাসু। ঈদের ছুটি কিংবা সাপ্তাহিক অবকাশ-যেকোনও সুযোগ পেলেই পর্যটকের পা পড়ছে কুয়াকাটায়, যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায় সমুদ্রের বুকে। শুক্রবারও (১৫ আগস্ট) কুয়াকাটা সৈকতে চোখে পড়ার মতো পর্যটক এসেছে।

সরেজমিনে দেখা গেছে, সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। এর মধ্যেই সকাল গড়াতেই কুয়াকাটার সৈকতে জমে ওঠে পর্যটকের ভিড়। কেউ গা ভিজিয়ে নিচ্ছেন নোনাজলে, কেউবা সমুদ্রের গর্জনের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। শিশুরা বালির দুর্গ বানিয়ে খেলায় মগ্ন, আর বড়রা ঘোড়ার পিঠে চড়ে ছুটে যাচ্ছেন সৈকতের পূর্ব প্রান্তের ঝাউবনের দিকে। কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে আশেপাশের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের আনাগোনা লক্ষ্য করা গেছে। পর্যটকরা হইহুল্লোড় করে মাতিয়ে রেখেছেন পুরো সমুদ্র সৈকত।

সমুদ্রের বুকে কেউ ঝাঁপিয়ে পড়ছেন কেউ বা আবার দলবেঁধে সাতার কাটছেন। আনন্দ উপভোগের দৃশ্য স্মৃতিপটে ধারণের জন্য কেউ বা আবার ছবি তুলছেন। অন্যদিকে পর্যটকদের আনাগোনা বাড়ায় ব্যস্ততার মধ্যে কাটছে কুয়াকাটার সকল রেস্তোরাঁসহ পর্যটননির্ভর সব ব্যবসা প্রতিষ্ঠানে। পর্যটকদের উপস্থিতিতে স্বস্তি ফিরছে কুয়াকাটায়। 

কুয়াকাটা সৈকত কথা হয় পর্যটক আসাদুজ্জামান রিপনের সঙ্গে। তিনি খুলনা থেকে এসেছেন। তিনি বলেন, অনেক দিন ধরে প্ল্যান করি আসবো। নানা কারণে আসা হয়নি। অবশেষে আজ এসেই পরলাম। খুব সুন্দর জায়গা। বড় বড় ঢেউ আমাকে মুগ্ধ করেছে।

পর্যটকদের জন্য এখন কুয়াকাটায় রয়েছে নানা আকর্ষণ। সৈকতের পাশেই তাজা সামুদ্রিক মাছের বারবিকিউ, ঝাউবনের শান্ত সবুজ, রাখাইন পল্লির নিজস্ব সংস্কৃতি, ফাতরার চর, লাল কাঁকড়ারচর, চর গঙ্গামতি, আর সাইকেল কিংবা মোটরবাইকে পুরো সৈকত পাড়ি দেওয়ার অভিজ্ঞতা।

ঢাকা থেকে আসা পর্যটক শহীদুল ইসলাম সাগর বলেন, সাগরের ঢেউ দেখে খুবই ভালো লাগছে। তবে সি বিচের অবস্থা অত্যন্ত খারাপ। জিও ব্যাগগুলো এমনভাবে পড়ে আছে আমরা গোসল করতে ভয় পাচ্ছি। ঢেউয়ের তোড়ে অনেক জায়গায় গর্ত হয়ে গেছে। সে সব গর্তে পড়ে অনেকে ব্যথা পাচ্ছে।

সৈকতের ব্যবসায়ী রুবেল হাওলাদার বলেন, প্রায় দুই মাস ধরে পর্যটক ছিল না। এখন পর্যটকের সংখ্যা অনেকটা বেড়েছে। বেচাকেনাও মোটামুটি ভালো হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন,  কুয়াকাটায় ঘুরতে আসা সব পর্যটকদের সেবা দেওয়া ও আইনি সহায়তা দেওয়া আমাদের কর্তব্য। সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় অনেক পর্যটকদের আনাগোনা। তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিভিন্ন টিমে ভাগ হয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। আমাদের মোবাইল টিম মাঠে কাজ করছে। সার্বক্ষণিক মাইকিং করে পর্যটকদের সব বিষয়ে সচেতন করা হচ্ছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
টেকনাফে মুদি দোকানিকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি 

টেকনাফে মুদি দোকানিকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি 

হুঙ্কার দিয়ে ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারও নেই: ডা. জাহিদ

হুঙ্কার দিয়ে ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারও নেই: ডা. জাহিদ

সেফটিপিন ফুটিয়ে নির্যাতনের মামলায় দুর্বল ধারা, আ.লীগ নেতার তিন ছেলেমেয়ের জামিন

সেফটিপিন ফুটিয়ে নির্যাতনের মামলায় দুর্বল ধারা, আ.লীগ নেতার তিন ছেলেমেয়ের জামিন

অবৈধ রেলক্রসিং বন্ধে বাধা, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামিয়ে বিক্ষোভ

অবৈধ রেলক্রসিং বন্ধে বাধা, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামিয়ে বিক্ষোভ

Populaire Gaffes Avec À Distance Poker En Direct — zone française Enjoy the Game

Populaire Gaffes Avec À Distance Poker En Direct — zone française Enjoy the Game

নুরাল পাগলার মরদেহে তেল ছিটানোর দায়ে যুবক গ্রেফতার

নুরাল পাগলার মরদেহে তেল ছিটানোর দায়ে যুবক গ্রেফতার

ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

৬১% ইহুদিরা মনে করেন ইসরায়েল যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য দায়ী: দ্য ওয়াশিংটন পোস্ট

৬১% ইহুদিরা মনে করেন ইসরায়েল যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য দায়ী: দ্য ওয়াশিংটন পোস্ট

উত্তর কোরিয়ার সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহারে স্বাভাবিক জনজীবন

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহারে স্বাভাবিক জনজীবন