অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিসিবি পরিদর্শনে এসেছেন। অন্যদিকে দুপুর ১২টা নাগাদ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায় তামিম ইকবালও এসেছেন ক্রিকেট বোর্ডে। তাদের উপস্থিতিতে যেন সরব জেগে উঠেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর, স্বাভাবিক ভাবেই তার মন্ত্রী পরিষদের অন্য সবার মতোই, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশিরভাগ পরিচালক আত্মগোপনে আছেন।
যার কারণে অভিবাকশূন্য হয়ে পড়েছে ক্রিকেট বোর্ড। অন্তবর্তীকালীন সরকারের নবীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশের ক্রীড়াঙ্গনকে আগের ছন্দে ফেরানোর চেষ্টা করছেন। সেই প্রেক্ষিতে আজ বিসিবি পরিদর্শনে মিরপুর এসেছেন আসিফ মাহমুদ।
অন্যদিকে হঠাৎ করেই বিসিবিতে এসেছেন তামিম ইকবাল। তবে তার আসার কারণ এখনও জানা যায়নি। লম্বা সময় ধরেই ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছেন দেশসেরা এই ওপেনার।
তিনি এসেই ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং উপদেষ্টাকে বিসিবি ঘুরিয়ে দেখিয়েছেন,একসাথে অনেকক্ষন সময় কাটিয়েছেন।
তামিম ইকবাল আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা, সেই বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে সাবেক এই অধিনায়কের সঙ্গে আলোচনাও করতে চেয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
সরকার পতনের পর দেশে যেই অস্বাভাবিক পরিস্থিতি তৈরী হয়েছিল,তা পুনরায় স্বাভাবিক হতে চলেছে,সেই ধারাবাহিকতা ক্রীড়াঙ্গনে ও অব্যাহত আছে। এমন পরিস্থিতিতেও তামিমের সঙ্গে আলোচনায় বসতে রাজি গাজী আশরাফ হোসেন লিপু। এরপরই মূলত একটা সিদ্ধান্ত আসবে।