বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি দুটি পদে ৫৫ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নামঃ বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড
চাকরির ধরনঃ সরকারি চাকরি
ক্যাটাগরিঃ ০২টি
পদের নাম: কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী)/ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) এবং সকিউরিটি অ্যাসিস্ট্যান্ট।
পদসংখ্যা:০২
পদ ও লোকবল:৫৫।
বয়স সীমা :১৮-২০ বছর
শিক্ষাগত যোগ্যতা: এইচ এস সি
জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
পদের নাম: কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী)/ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ)
পদসংখ্যা: ৫০টি (ফ্লাইট স্টুয়ার্ড ২৫ ও ফ্লাইট স্টুয়ার্ডেস ২৫ জন)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ও ইংরেজিতে পারদর্শী হতে হবে। কম্পিউটার–বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।
দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে; চশমা ব্যবহারকারীদের আবেদন গ্রহণযোগ্য হবে না।
উচ্চতা: সর্বনিম্ন ১৬৮ সেন্টিমিটার (পুরুষ) এবং সর্বনিম্ন ১৬১ সেন্টিমিটার (নারী)। ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ (বিএমআই ১৮.৫-২৫.০)।
বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর তারিখে ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
সাঁতার: সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে।
শর্ত: নির্বাচিত প্রার্থীদের ফ্লাইট স্টুয়ার্ড/ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে (বিএটিসি) তিন মাস মেয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। এ পদে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি করা সাপেক্ষে তিন বছর মেয়াদের সর্বোচ্চ চারবার চাকরি নবায়ন করা যেতে পারে।
বেতন স্কেল: ১৫,৯০০-৩৮,৪০০ টাকা এবং আনুষঙ্গিক ভাতা।
অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াতের সুবিধা, উন্নত চিকিৎসার সুবিধা, ইউনিফর্ম ভাতা ও দেশ–বিদেশে প্রশিক্ষণ।
আবেদন ফি: আবেদন ফি বাবদ ১ হাজার ১১৫ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
পদের নাম: সকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)।
অন্যান্য যোগ্যতা: অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিংসহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও/জেসিওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন স্কেল: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা (বেতন বিভাগ-৩(২) প্রশাসন)
আবেদন ফি: আবেদন ফি বাবদ ৩৩৫ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুঠ ৪ ইঞ্চি থাকতে হবে।
বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর তারিখে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর। অবসরপ্রাপ্ত এনসিও/জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর।
বিজ্ঞপ্তি প্রকাশঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪
আবেদন শুরু করার তারিখঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখঃ ২৯ অক্টোবর ২০২৪
সারকুলার দেখুন এখানে !
আবেদন করুন এখনই !