
যুক্তরাষ্ট্রকে ‘সার্বভৌমত্ব লঙ্ঘনকারী আগ্রাসন’ বন্ধ করতে বললো ইরান
ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলাকে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছে ইরান। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে থামাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে তেহরান।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক 2026-01-03
ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটি এই হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী স্পষ্ট আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে এ ধরনের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (৩ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অবৈধ আগ্রাসন অবিলম্বে বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘের সদস্য একটি স্বাধীন দেশের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসন আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্পষ্ট লঙ্ঘন, যার পরিণতি সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থাকে প্রভাবিত করবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের হামলা জাতিসংঘ সনদের ওপর ভিত্তি করে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও ক্ষয় ও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ইরান মনে করে, ওয়াশিংটনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং তা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ভেনেজুয়েলা সরকারের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। একই সঙ্গে জাতিসংঘ ও আন্তর্জাতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত সব রাষ্ট্রকে এই হামলার দ্ব্যর্থহীন নিন্দা জানানো এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে তেহরান।
বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় মার্কিন হামলা ঘিরে ইরানের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রবিরোধী চাপ আরও বাড়াতে পারে এবং জাতিসংঘে নতুন করে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();















