
জব মিডিয়া প্রেজেন্ট আরএলএস ন্যাশনাল ইয়ুথ এক্সপো অনুষ্ঠিত
যুবসমাজের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা বিকাশের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে “জব মিডিয়া প্রেজেন্ট আরএলএস ন্যাশনাল ইয়ুথ এক্সপো”। দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক 2026-01-17
বাংলাদেশের রাজধানী ঢাকার শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে “জব মিডিয়া প্রেজেন্ট আরএলএস ন্যাশনাল ইয়ুথ এক্সপো”। যুবসমাজের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা বিকাশ, অনুপ্রেরণা সৃষ্টি এবং অংশগ্রহণমূলক জাতীয় প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে ৮ জানুয়ারি দিনব্যাপী এই জাতীয় যুব এক্সপোর আয়োজন করে রেড লাভ সোসাইটি (আরএলএস)।
এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, রেড লাভ সোসাইটির ফাউন্ডার ও চেয়ারম্যান শেখ হারুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা, নেতৃত্ব, পরিকল্পনা ও দূরদৃষ্টির ফলে আয়োজনটি একটি সুশৃঙ্খল ও সফল জাতীয় ইভেন্টে রূপ নেয়।
এক্সপোতে চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম জাহিদ অ্যান্ড কো. (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস)-এর ম্যানেজিং পার্টনার এবং জব মিডিয়ার ফাউন্ডার মো. জাহিদুল ইসলাম (এফসিএ)। চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন সারাক-বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ও ইউএন-হ্যাবিট্যাট ইয়ুথ অ্যাডভাইজরি বোর্ডের মেন্টর এস এম সৈকত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দি পাঠশালার ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এস কে আশরাফুল হাফিজ এবং কবি, গবেষক ও সাংবাদিক কাজল রশিদ শাহীন। তারা তাঁদের বক্তব্যে তরুণদের মধ্যে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ নেতৃত্বের চেতনা জাগানোর ওপর গুরুত্ব দেন।
এক্সপোর মূল আকর্ষণ ছিল ১৩টি ভিন্ন সেগমেন্টে আয়োজিত প্রতিযোগিতা ও প্রদর্শনী। এর মধ্যে জেনারেল নলেজ, অলিম্পিয়াড, শিল্পকলা, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি, কবিতা আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, দেয়াল পত্রিকা, ইকো ক্রাফটিংসহ নানা সৃজনশীল আয়োজন ছিল উল্লেখযোগ্য। প্রতিটি সেগমেন্টে অভিজ্ঞ ও সম্মানিত বিচারকরা প্রতিযোগীদের মূল্যায়ন করেন।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনায় ছিলেন রেড লাভ সোসাইটির চিফ এক্সিকিউটিভ অফিসার তাহমিদ বারী কাব্য। সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দেন হামীম নিয়োগী অমি এবং ইভেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আরিফ আনজুম হামিম।
এই আয়োজন বাস্তবায়নে রেড লাভ সোসাইটির একটি নিবেদিতপ্রাণ আয়োজক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়োজক কমিটিতে ছিলেন সুরাইয়া আক্তার, আনিক আহমেদ, মো. জিল্লুর রহমান তানভীর, অন্তরা লাবিবা বিনতে রফিক, তাহসীব মাহমুদ, মারিয়াম খান বর্ষা, মো. সাজ্জাদ মোল্লা, মৃত্তিকা কবির শিথি, মোছা. নাবিহা রহমান, মাহিমা ইসলাম, শেখ জারিফ আহমেদ, আব্দুল্লাহ আশফাক, জোবাইদা রহমান, শামীমা রহমান, মরিয়ম আক্তার আঁখি, সৈয়দ ইশতিয়াক, মো. হেদায়েতুল ইসলাম ও জান্নাত মাইমুনা।
এক্সপোর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল দেশের স্বনামধন্য মিডিয়া ও ক্যারিয়ার প্ল্যাটফর্ম জব মিডিয়া। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরে জনপ্রিয় ব্যান্ড ব্লু জিন্সের পরিবেশনায় এক প্রাণবন্ত কনসার্টের মাধ্যমে “আরএলএস ন্যাশনাল ইয়ুথ এক্সপো”-এর সমাপ্তি ঘটে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তরুণদের ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
বাংলাদেশ জার্নাল/এনএম/পল্লব
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();















