
নির্বাচনী প্রচারণার শুরুতে ৫ কর্মসূচি ঘোষণা বিএনপির
জার্নাল ডেস্ক 2026-01-22
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই অভিনব ও জনসম্পৃক্ততামূলক পাঁচটি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিতে ‘তারেক রহমানকে পরামর্শ দিন’ ও ‘লেটার টু তারেক রহমান’সহ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
‘তারেক রহমানকে পরামর্শ দিন’ ও QR কোড ক্যাম্পেইন
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ থেকে সারা দেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি বিশেষ QR কোড ছড়িয়ে দেয়া হচ্ছে। এই কোড স্ক্যান করে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো নাগরিক সরাসরি তারেক রহমানের কাছে নিজের চিন্তা ও পরামর্শ পাঠাতে পারবেন। জনগণের এই মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন বিএনপির চেয়ারম্যান।
সরাসরি চিঠি ও ই-মেইল পাঠানোর সুযোগ
নাগরিকদের প্রত্যাশা ও সমস্যার কথা সরাসরি জানাতে ‘লেটার টু তারেক রহমান’ কর্মসূচি শুরু হয়েছে। ‘তারেক রহমান শুনবেন আপনার কথা’–এই স্লোগানকে সামনে রেখে গুলশান-২-এর নির্ধারিত ঠিকানায় (হাউজ-১০সি, রোড-৯০) চিঠি পাঠানো যাবে। এ ছাড়া mail@letter2tr.com ই-মেইল এবং letter2tr.com ওয়েবসাইটের মাধ্যমেও ডিজিটাল মতামত শেয়ার করার সুযোগ রাখা হয়েছে।
‘ম্যাচ মাই পলিসি’ অ্যাপে মতামত দিচ্ছেন মানুষ
রাজনৈতিক অংশগ্রহণ ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে চালু করা সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ ‘Match My Policy’-তে এরইমধ্যে তিন লাখেরও বেশি মানুষ মতামত দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে নীতিনির্ভর রাজনীতির চর্চায় এটি একটি মাইলফলক বলে দাবি করছে দলটি।
সিলেটে তরুণদের সঙ্গে তারেক রহমানের ‘পলিসি টক’
নির্বাচনী প্রচারণার শুরুতে সিলেট সফরে থাকা তারেক রহমান আজ সকালে স্থানীয় একটি হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন। ১৯টি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৭ জন শিক্ষার্থীর সঙ্গে তিনি কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও নারীর ক্ষমতায়ন নিয়ে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তরুণদের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে আসা প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান।
নীতিনির্ভর রাজনীতি ও ৩১ দফা
মাহদী আমিন বলেন, বিএনপি কেবল আন্দোলনের দল নয়, বরং নীতিনির্ভর রাজনীতির ধারক। ২০১৬ সালের ভিশন-২০৩০ থেকে শুরু করে বর্তমানের ৩১ দফা–প্রতিটি ক্ষেত্রেই বিএনপির সুনির্দিষ্ট রূপকল্প রয়েছে। সম্প্রতি বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে বিএনপির বিভিন্ন সেক্টরের পলিসি নিয়ে আটটি লিফলেট উন্মোচন করা হয়েছে, যা ব্যাপক প্রশংসিত হয়েছে।
সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, বিএনপি যেভাবে জনগণের পাশে থেকে লড়াই ও পরিকল্পনা করেছে, আগামী নির্বাচনে এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে তার প্রতিফলন ঘটাবে।
বাংলাদেশ জার্নাল/এমপি
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();














