Swadhin News Logo
বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আইসিসির চার বিচারকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Nirob
আগস্ট ২১, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
আইসিসির চার বিচারকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আইসিসির চার বিচারকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের চার বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির বিভিন্ন পদক্ষেপের জবাবে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে একজন মার্কিন এবং বাকিরা কানাডা, সেনেগাল ও ফিজির নাগরিক।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি, ক্ষমতার অপব্যবহার ও রাজনীতিকরণে জড়িত আইসিসি। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের অনুমোদন ছাড়াই এই দুই দেশের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে তারা। যা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি অসম্মান বলে মনে করেন তিনি। সেইসাথে, নিষেধাজ্ঞাপ্রাপ্তদের যুক্তরাষ্ট্রে গচ্ছিত সম্পদ জব্দ করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে দুঃখজনক আখ্যা দিয়েছে আইসিসি। নিন্দা জানিয়েছে ফ্রান্সও। তবে মার্কিন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক