জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তার ময়নাতদন্ত করা হয়।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও শেখ এহসানুল ইসলাম জানান, নিহতের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
স্বজনরা জানায়, পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন বিভুরঞ্জন সরকারের মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড় নয় বরং ঢাকায় আনা হবে। পরে ধর্মীয় রীতি মেনে বরদেশ্বরী কালী মন্দিরের সৎকার করার পরিকল্পনা করেছেন তারা।
এর আগে, গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার বাড়ি থেকে অফিসের কথা বলে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তার আগে একটি খোলা চিঠিতে নিজের হতাশা, বিষন্নতা আর বিভিন্ন অপ্রাপ্তির আক্ষেপ তুলে ধরেন তিনি।
/এমএইচ