ইসরাইলে আরো ২৫টি মিসাইল ছুড়েছে ইরান। শুক্রবার (২০ জুন) ইসরাইলি গণমাধ্যম নিউজ ১২ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরাইলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, নতুন ধাপে ইরান অনেক শক্তিশালী মিসাইল নিক্ষেপ করেছে। এতে কেবল হাইফা নগরীতেই এখন পর্যন্ত ১৭ জনের আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে যে সামরিক লক্ষ্যবস্তুতে কার্যকর এবং জোরদার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে এবং ধীরে ধীরে তা বৃদ্ধি পেতে থাকবে।
তারা আরো জানিয়েছে যে এই অভিযানে প্রয়োজন হলে শতাধিক মিসাইল দিয়ে মোকাবেলা করা হবে।
ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় আহত ৫৪ জনকে সকাল থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ইসরাইলের উপর ইরানি হামলা শুরু হওয়ার পর থেকে ২,৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে
সূত্র : নিউজ ১২ ও আল জাজিরা
সূত্র : নিউজ ১২ ও আল জাজিরা