Swadhin News Logo
শুক্রবার , ২০ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

ইরানি হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়-ক্ষতি, আহত ২১

প্রতিবেদক
Nirob
জুন ২০, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ
ইরানি হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়-ক্ষতি, আহত ২১

ইরান-ইসরাইল উত্তেজনার অষ্টম দিনে বড় ধরনের মিসাইল হামলা করেছে তেহরান। এদিন একসাথে ২৫টি মিসাইল ইসরাইলের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে আঘাত হেনেছে। এতে নানা স্থাপনার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া অন্তত ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২০ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব ও তেহরানের মধ্যে যুদ্ধের অষ্টম দিনে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো দক্ষিণ ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় আঘাত করেছে। এতে গুরুতর আহত ও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে যে উত্তরে হাইফায় গুশ দান অঞ্চলে (যার মধ্যে তেল আবিবও রয়েছে) এবং দক্ষিণে বেয়ারশেবাতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তেল আবিব ও জেরুজালেমে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলি অ্যাম্বুলেন্স পরিষেবা হাইফায় রকেট হামলার স্থানে ১৭ জন আহত হওয়ার খবর দিয়েছে। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত। ফায়ার সার্ভিস মধ্য ইসরাইলে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর দিয়েছে।

ইসরাইলের চ্যানেল ১২ অনুসারে, এই গোলাগুলির ফলে ইসরাইলে মোট ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিপজ্জনক পদার্থ ফাঁস হওয়ার আশঙ্কা

এদিকে ইসরাইলের চ্যানেল ১৩ জানিয়েছে যে ইরানি গোলাগুলির এই ব্যারেজের ফলে বিপজ্জনক পদার্থ লিক হওয়ার আশঙ্কা রয়েছে।

ইসরাইলের চ্যানেল ৭ অনুসারে, ইরান এই আক্রমণে প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ রকেটের আঘাতের স্থান থেকে বলেছেন যে আক্রমণটি ‘দু’টি কৌশলগত পয়েন্ট’ লক্ষ্য করে করা হয়েছিল।

১৭তম ইরানি আক্রমণ

ইরানি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে যে এটি অপারেশন ট্রু প্রমিজ ৩ এর ১৭তম হামলা। এই অভিযানে দূরপাল্লার এবং অত্যন্ত ভারী ক্ষেপণাস্ত্রসহ একটি সম্মিলিত আক্রমণ অন্তর্ভুক্ত ছিল।

অভিযানের মুখপাত্র বলেন, এই আক্রমণটি ‘ইসরাইলের সামরিক স্থান, যুদ্ধ শিল্প এবং কমান্ড সেন্টার’ লক্ষ্য করে করা হয়েছিল।

ইরানি নুর নিউজ ওয়েবসাইট জানিয়েছে যে আইআরজিসি পূর্ব সতর্কতার পরে হাইফায় চ্যানেল ১৪ এর ফিল্ড ব্রডকাস্ট সদর দফতরকেও ‘সাজিল ৩’ ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে।

ইসরাইলি সামরিক বাহিনীর মতে, শুক্রবার ভোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে বাধা দিতে ব্যর্থ হওয়ার পরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র বেরশেবাতে অবতরণ করে। ইরানি সূত্র জানিয়েছে, লক্ষ্যবস্তু স্থানে সক্রিয় সামরিক এবং সাইবার সুবিধা রয়েছে।

১৩ জুন থেকে ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আসছে, পারমাণবিক স্থাপনা, সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এবং আইআরজিসির কমান্ডার এবং চিফ অফ স্টাফসহ সিনিয়র সামরিক নেতাদের এবং বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করছে। ইরান ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে যা বেশ কয়েকটি শহরে অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ চালায়।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত