সাতক্ষীরা করেসপনডেন্ট:
সুন্দরবনের তীরে মালঞ্চ নদীর চর দখল করে গড়ে তোলা রিসোর্ট উচ্ছেদ করেছে প্রশাসন। রোববার (২৪ আগস্ট) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন মৌখালী এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সঞ্জয় রায় জানান, স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেয়া হলেও তারা সেটি মানেননি। ফলে অভিযান চালিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। নদীর জায়গায় এভাবে স্থাপনা নির্মাণের সুযোগ নেই।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সাত দিন সময় দেয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করায় উচ্ছেদ করা হয়েছে। খুলনার জনৈক মাহবুব আলম ‘এ অ্যান্ড এন ট্রাভেল অ্যান্ড ট্যুরস’ নামীয় রিসোর্ট সেন্টার ও ট্যুরিস্ট পয়েন্টটি নির্মাণ করেছিলেন।
এদিকে এ অভিযানের নেতৃত্ব দেন শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সঞ্জয় রায়, পানি উন্নয়ন বোর্ড-১-এর উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম, বন বিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ফরেস্টার ফাইয়াজুর রহমান ও নীলডুমুর ট্যুরিস্ট পুলিশের এসআই সুজিত সরকার।
/এসআইএন