Swadhin News Logo
মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

স্বজনদের সঙ্গে ঘুরতে গিয়ে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

প্রতিবেদক
Nirob
আগস্ট ২৬, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
স্বজনদের সঙ্গে ঘুরতে গিয়ে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাপের কামড়ে তাসলিমা আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের খোদ্দ ট্যাংরার গনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তাসলিমা স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং আশরাফুল ইসলামের মেয়ে।

স্বজনরা জানান, সোমবার দুপুরে বাড়িতে আত্মীয়-স্বজন আসে। সন্ধ্যায় তাদের সঙ্গে ঘুরতে বের হয় তাসলিমা। পরে বাড়ি ফেরার পথে সাপে কামড় দেয় তাকে। সে চিৎকার করলে স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে প্রাথমিকভাবে বিষ নামানোর চেষ্টা করেন। এরপর রাতেই তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাসলিমার চাচাতো ভাই নাজমুল মিয়া বলেন, ‘সাপের ছোবলের ৪০ থেকে ৪৫ মিনিট পর তাসলিমাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। আমাদের বাড়ি থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় আট কিলোমিটার।’

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাহ উদ্দিন আহমেদ খান বলেন, ‘সাপে কামড়ানো অবস্থায় এক কিশোরীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।’

সর্বশেষ - আন্তর্জাতিক