Swadhin News Logo
শনিবার , ২১ জুন ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন

প্রতিবেদক
Nirob
জুন ২১, ২০২৫ ৩:১৪ পূর্বাহ্ণ
ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন

ইসরায়েল যে হামলা করেছে, তা সরাসরি আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার ওপর আঘাত বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার (২০ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

আরাঘচি বলেন, ইসরায়েলে যখন আমাদের ‍ওপর হামলা চালায়, তখন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের দ্বারপ্রান্তে ছিলাম। গত ১৫ জুন নির্ধারিত সেই বৈঠকের দিন উদ্দেশ্য ছিল, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির কূটনৈতিক সমাধান। তার মধ্যেই ইসরায়েলের হামলা সেই উদ্যোগের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও জাতিসংঘের বিধি-বিধানের নজিরবিহীন লঙ্ঘন।

ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনই পদক্ষেপ নিতে হবে। না হলে জাতিসংঘভিত্তিক আন্তর্জাতিক আইনব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বৈঠকে আরাঘচি নিজেকে ‘সংলাপ ও কূটনীতিতে জীবন উৎসর্গ করা একজন মানুষ’ হিসেবে পরিচয় দিয়ে বলেন, আমি একজন প্রবীণ কূটনীতিক। সেইসঙ্গে ইরানের বিরুদ্ধে ইরাকের সাদ্দাম সরকারের চাপিয়ে দেওয়া যুদ্ধের অভিজ্ঞ সৈনিক। আমি জানি কীভাবে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হয়।

সূত্র: আল জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

সর্বশেষ - আন্তর্জাতিক