
ঘুষের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী (ফার্স্ট লেডি) কিম কিওন হিকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাপান টাইমসসহ একাধিক সংবাদমাধ্যম।
শুক্রবার (২৯ আগস্ট) দেশটির একটি বিশেষ প্রসিকিউশন দল জানিয়েছে, সামরিক আইন সংকট ও নানা কেলেঙ্কারিকে ঘিরে তার বিরুদ্ধে তদন্ত চলছে। একইসাথে দলটির দাবি, এই বিষয়ে তদন্ত আরও জোরালো করতে হবে।
আটক করা হয়েছে ইউন সুক ইওল ও কিম কিওন হি দুজনকেই। শেয়ার বাজার কারসাজি ও ঘুষসহ একাধিক অভিযোগ আছে কিমের বিরুদ্ধে।
গত বছর ডিসেম্বরে সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পরে ক্ষমতাচ্যুত হন ইউন সুক। এরপর থেকে নানা অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি। বর্তমানে ক্ষমতাসীন প্রেসিডেন্ট দ্বারা নিযুক্ত বিশেষ প্রসিকিউটররা আলাদা আলাদাভাবে তদন্ত চালাচ্ছে এই দম্পতির বিরুদ্ধে। তবে এই প্রথম কোনো সাবেক ফার্স্ট লেডিকে অভিযুক্ত করা হয়েছে দেশটিতে।
/এএম

















