ইসরাইলের সাথে সংঘাতের মধ্যেই ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পর্কিত ৫৪ জন গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান। শুক্রবার (২০ জুন) ইরানের খুজেস্তান প্রসিকিউটরের অফিস ঘোষণা করেছে, ইসরাইলের মোসাদের সাথে যুক্ত গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ওই ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
ইরানের ফার্স নিউজ অ্যাজেন্সি প্রসিকিউটরের অফিসের সূত্রে জানিয়েছে, ‘গ্রেফতার ব্যক্তিরা শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার সাথে জড়িত ছিল।’
গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে ইসরাইল বিমান হামলা শুরু করলে দুই দেশের মধ্যে এ প্রাণঘাতী সংঘাত শুরু হয়। ইসরাইলের হামলার জবাবে তেহরানও ক্ষেপনাস্ত্র হামলা চালায়।
ইসরাইলের সরকারি হিসাব মতে, ইরানের হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। অপরদিকে, ইরানের গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি হামলায় তাদের দেশে এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনের বেশি আহত হয়েছেন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি