Swadhin News Logo
শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ফেসবুক-মাইকে ঘোষণা দিয়ে বিনোদনকেন্দ্রে এসে কেউ চালায় ভাঙচুর কেউ লুট

প্রতিবেদক
Nirob
আগস্ট ৩০, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
ফেসবুক-মাইকে ঘোষণা দিয়ে বিনোদনকেন্দ্রে এসে কেউ চালায় ভাঙচুর কেউ লুট

দিনাজপুর জেলা সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমে গেলে বিরল উপজেলার কাঞ্চন মোড়ে জীবন মহল বিনোদন কেন্দ্রটি। পার্কের সামনে শতাধিক দোকান। বৃহস্পতিবার (২ম আগস্ট) এখানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। যেখানে দর্শনার্থীদের আগমনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করতো শুক্রবার সেখানে গিয়ে দেখা মিললো সুনসান নীরবতার।

দেখা গেছে, প্রধান ফটক তালাবদ্ধ। দর্শনার্থী নেই। কর্মচারীদের মধ্যে হতাশা। জনসাধারণের প্রবেশ নিষেধ। ঢুকতেই প্রধান ফটকটি ভাঙা। পাশে উল্টে ফেলে রাখা হয়েছে শিশুদের জন্য নির্মিত ট্রেনসহ বিভিন্ন খেলনা। ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন প্রাণী ও পরীর মূর্তি। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্লাস্টিকের ভাঙা চেয়ার। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে দরবার শরিফ। এতে পুড়ে গেছে ধর্মীয় বই, দাতব্য চিকিৎসায় ব্যবহৃত ওষুধপত্র ও অন্য সামগ্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে দরবার শরিফ সংলগ্ন জামে মসজিদ। কেটে ফেলা হয়েছে গাছ। ভাঙা হয়েছে দুটি মাইক্রোবাস ও পাঁচটি মোটরসাইকেল। লুটপাট করা হয়েছে দরিদ্রদের জন্য বিনাসুদে ঋণ দেওয়া অফিসের টাকাপয়সা। সিসি ক্যামেরা, ১৫টি টেলিভিশন ও ফ্যান তছনছ করা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে হোয়াইট হাউস নামে রিসোর্টের প্রতিটি কক্ষের দরজা-জানালাসহ আসবাব। পিকনিক স্পটের টেবিলগুলো কোপানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে টিকিট কাউন্টার।

বিনোদন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মজিবুর রহমান জানান, পৈতৃক ছয় একর জমির ওপর আনোয়ার চৌধুরী জীবন ২০০৪ সালে বিনোদন কেন্দ্রের নির্মাণকাজ শুরু করেন। ২০১৭ সালে উদ্বোধন করা হয়। দূরদূরান্ত থেকে মানুষ পরিবার নিয়ে ঘুরতে আসে। শিশুদের উল্লাসে মুখর থাকে পার্কটি। ১৬ আগস্ট ছয়জন ৪০ ঊর্ধ্ব নারী-পুরুষ জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিয়ে রিসোর্টে ওঠেন। সন্ধ্যার দিকে প্রশাসন অভিযান চালায়। দুই জনকে ছেড়ে দেয়। দুই জনকে জেল-জরিমানা করে। সেই সঙ্গে জীবন মহলকে এক লাখ টাকা জরিমানা করে। এ নিয়ে ফেসবুকে উসকানি ছড়ায় একটি পক্ষ। ঘোষণা দিয়ে ১৮ আগস্ট ‘তৌহিদী জনতা’র নামে ৪০-৫০ জন মিছিল নিয়ে জীবন মহলের সামনে এসে বিক্ষোভ করে। এর প্রতিবাদে এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও কর্মচারীরা গত বৃহস্পতিবার জীবন মহলের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। 

তিনি আরও জানান, অন্যদিকে, ফেসবুকে রেদোয়ানুল হক নামের এক আইডি থেকে ‘তৌহিদী জনতা’কে এক হতে ঘোষণা দেওয়া হয়। আশপাশের উপজেলায় মাইকিং করা হয়। কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়। তারপর বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে প্রায় চার হাজার ‘তৌহিদী জনতা’ এক হয়ে পার্কে হামলা চালায়। তারা পিকআপে পাথর ছাড়াও দেশি অস্ত্র নিয়ে আসে। প্রধান ফটক ভেঙে তারা প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। সিসি ক্যামরাগুলো ভাঙে। এরপর এক পক্ষ ভাঙচুর, এক পক্ষ অগ্নিসংযোগ এবং অন্য পক্ষ লুট চালায়। তাদের হামলায় গুরুতর আহত কর্মচারী মঞ্জুরুল আলমকে (৪০) ঢাকা, মিজানকে (৪৮) দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া স্থানীয় বিভিন্ন হাসপাতালে পান্না, লাইলী, ভূষণ, তৈমুর, নজরুলসহ ২০ জন চিকিৎসা নিয়েছেন।

বিনোদনকেন্দ্রের ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, ‘এই প্রতিষ্ঠানের ওপর ১০০ কর্মচারীর পরিবার নির্ভরশীল। দর্শনার্থীদের মাধ্যমে ভেতরে ও বাইরে দুই শতাধিক দোকানের বেচাকেনা হয়। আমরা এই তাণ্ডবে হতাশ হয়ে পড়েছি। বেঁচে আছি, এটাই আশ্চর্য লাগে!’

বাইরের চা দোকানদার আব্দুল হালিম বলেন, ‘এখানে বিনামূল্যে চিকিৎসা ও বিনাসুদে ঋণ দেওয়া হয়। তৌহিদী জনতার নাম দিয়ে মসজিদ ভাঙা হয়েছে। গতকাল এই মসজিদে জুমার নামাজ পড়তে পারেননি স্থানীয় মুসল্লিরা। এই বিনোদন কেন্দ্র না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।’

বিনোদন কেন্দ্রটির মালিক আনোয়ার চৌধুরী জীবন জানান, তিনি একসময় সিনেমা শিল্পের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অভিনয়, প্রযোজনা ও পরিচালনা করতেন। চলচ্চিত্র ব্যবসায় ভাটা পড়লে তিনি এলাকায় বিনোদন কেন্দ্র গড়ে তোলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান। এবারও নির্বাচন করার ইচ্ছা ছিল।

তিনি বলেন, ‘সুনাম ক্ষুণ্ন করতে প্রতিদ্বন্দ্বিরা তৌহিদী জনতার নামে এ হামলা করে থাকতে পারে। হামলাকারীরা কেউ এলাকার ছিল না। সবাই অপরিচিত ও বাইরে থেকে আসা।’ তিনি আরও জানান, তিন কোটি টাকার ক্ষতি ছাড়াও নগদ ১৩ লাখ টাকার বেশি লুট করা হয়েছে। তিনি রোববার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তোজাম্মেল হক বলেন, ‘জীবন চৌধুরী দানবীর ও ধর্মপ্রাণ মানুষ। তার বিনোদনকেন্দ্রের কারণে অনেকের সংসার চলছে। এলাকার মানুষের উপকার করেন। তৌহিদী জনতার নামে তাঁর প্রতিষ্ঠানের ক্ষতি করা মোটেও ঠিক হয়নি।’

বিরল থানার ওসি আব্দুস সবুর বলেন, ‘সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত মামলা দিতে কোনও পক্ষ থানায় আসেনি।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেটি তারেক রহমানের ৩১ দফার মধ্যেই আছে: কনক চাঁপা

যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেটি তারেক রহমানের ৩১ দফার মধ্যেই আছে: কনক চাঁপা

‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে কিশোরীর বিষপানে আত্মহত্যা

‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে কিশোরীর বিষপানে আত্মহত্যা

চীন সফরে যাচ্ছেন নরেদ্র মোদি

চীন সফরে যাচ্ছেন নরেদ্র মোদি

ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভে ভাঙন, দুর্ভোগে উপকূলের প্লাবিত অঞ্চলের মানুষ

ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভে ভাঙন, দুর্ভোগে উপকূলের প্লাবিত অঞ্চলের মানুষ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৪

সালমান এফ রহমান

আমেরিকা কনভিন্স হয়েছিল, নয়তো তখনই আওয়ামী লীগের পতন হয়ে যেত: সালমান

বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

যুবলীগ নেতাকে ধরতে ভবন ঘেরাও, যুবদল নেতাকে ফোনে বললেন— ‘বহু দূরে আছি’

যুবলীগ নেতাকে ধরতে ভবন ঘেরাও, যুবদল নেতাকে ফোনে বললেন— ‘বহু দূরে আছি’

গাজা সিটি ছাড়তে বাধ্য হচ্ছেন বাসিন্দারা

গাজা সিটি ছাড়তে বাধ্য হচ্ছেন বাসিন্দারা

আখাউড়ায় যৌথ অভিযানে ১৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার ৪

আখাউড়ায় যৌথ অভিযানে ১৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার ৪