ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের একজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী।
ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতি অনুসারে, তিনি ইরানের বিপ্লবী গার্ডের দ্বিতীয় ইউএভি (চালকবিহীন উড্ডয়ন যান) ড্রোন ব্রিগেডের দায়িত্বে ছিলেন। তার নাম আমিন জোধকি।
ইসরাইলি বাহিনী আরো জানিয়েছে, গত ১৩ জুন ইরানে ইসরাইলের হামলার সময় ওই ইউনিটের সিনিয়র কমান্ডার নিহত হন। এরপর থেকে কমান্ডার আমিন ওই বাহিনীর অভিযানে প্রধান দায়িত্ব পালন করছিলেন।
এদিকে আল জাজিরা বলছে, ইরানের ড্রোন এই সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ এই ডোনগুলোকে শনাক্তকরণ, ট্র্যাক এবং ভূপাতিত করার জন্য অনেক সরঞ্জাম ও জনবলের প্রয়োজন হয়।