
স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জ শহরে একটি দুইতলা ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৩১ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়ার ইব্রাহিম (২৮), গাইবান্ধার শাহীন ইসলাম (২২) ও ফিরোজ (১৮)।
স্থানীয়রা জানায়, দুপুরে সেপটিক ট্যাংকে কাজ করার জন্য ইব্রাহিম ও ফিরোজ নামে দুই শ্রমিক নিচে নেমে অচেতন হয়ে পড়েন। তারা দুইজন উঠতে না পারেনি। পরে অপর শ্রমিক শাহীন তাদের উদ্ধারে সেপটিক ট্যাংকে নামেন। এ সময় তিনজনই অচেতন হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস তিনজনের মরদেহ উদ্ধার করে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। সেপটিক ট্যাংকের ঢাকনা বন্ধ থাকায় সেখানে কার্বন মনোক্সাইড জমে থাকতে পারে। সে কারণেই এই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানান তিনি।
/এসআইএ

















