Swadhin News Logo
সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

কলেজছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ছাত্রদল নেতাসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
কলেজছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ছাত্রদল নেতাসহ দুজন গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কলেজছাত্রকে অপহরণের ঘটনায় ছাত্রদল নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। পরে অপহরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

তারা হলেন- ছাত্রদল নেতা এসএম মামুনুর রশিদ মামুন (৩০) ও তার সহযোগী শুভ মিয়া (৩০)। এর মধ্যে মামুন উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং ওই ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের আজিজার রহমানের ছেলে আর শুভ মিয়া উপজেলার বুজরুক বোয়ালিয়া প্রধানপাড়ার নয়ন মিয়ার ছেলে।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি বলেন, ‘ছাত্রকে অপহরণের ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় আটক দুজন ছাড়াও আতাউর রহমান, শাকিল মিয়া, আল আমিনসহ অজ্ঞাত আরও দুই-তিন জনকে আসামি করা হয়। রবিবার বিকালে আদালতের মাধ্যমে আটক দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

ঘটনার বর্ণনা দিয়ে ওসি বলেন, ‘সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের এক কলেজছাত্রকে অপরিচিত মোবাইল নম্বর থেকে কল করে এক তরুণীর প্রেমের ফাঁদে ফেলা হয়। গত ২৯ আগস্ট সন্ধ্যায় ওই ছাত্র তার চাচাতো ভাইয়ের সঙ্গে গোবিন্দগঞ্জ মৎস্য আড়ৎ এলাকায় গেলে আটক করা হয়। প্রথমে দুজনকে ঝিলপাড়ার একটি বাড়িতে আটকে রাখা হলেও ধস্তাধস্তির একপর্যায়ে একজন পালিয়ে যান। পরে ছাত্রকে অজ্ঞাত স্থানে নিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং বিকাশে পাঁচ হাজার টাকা আদায় করা হয়। এরপর জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে জানান ছাত্র। এরপর অভিযান চালিয়ে শনিবার বিকালে শিবগঞ্জ উপজেলার দাঁড়িদহ এলাকা থেকে ছাত্রকে উদ্ধার এবং মামুন ও শুভকে আটক করে পুলিশ।’

এদিকে, অপহরণ মামলায় গ্রেফতার মামুনের পদ স্থগিত করেছে উপজেলা ছাত্রদল। ৩১ আগস্ট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিত করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক