Swadhin News Logo
মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

এখনও চাপা পড়ে আছে অন্তত ৩০০ মরদেহ

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ণ
এখনও চাপা পড়ে আছে অন্তত ৩০০ মরদেহ

এখনও চাপা পড়ে আছে অন্তত ৩০০ মরদেহ

আফগানিস্তানের ভূমিকম্প কবলিত অঞ্চলগুলোতে এখনও চাপা পড়ে আছে অন্তত তিন থেকে সাড়ে তিনশ’ মরদেহ। দুর্গম অঞ্চল আর প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় ব্যহত হচ্ছে উদ্ধার অভিযান। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার।

অঞ্চলগুলোতে কাজ করছে তালেবানের সামরিক বাহিনী। মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি স্থান। দুর্যোগকবলিত এলাকাগুলো থেকে এ পর্যন্ত ৪০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। হতাহতদের নেয়া হচ্ছে রাজধানী কাবুলে।

রোববার, স্থানীয় সময় রাকে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে পূর্ব আফগানিস্তানের তিন প্রদেশে। প্রাণ যায় কমপক্ষে ৮১২ জনের। আহতের সংখ্যা ছাড়ায় তিন হাজার। শকওয়েভ অনুভূত হয় পাকিস্তানেও। এর আগে গেল ৪৮ ঘণ্টা ধরে লাগাতার বৃষ্টিপাতে বিপর্যস্ত ছিল এলাকাগুলো। বেশিরভাগ বাড়িঘর কাদামাটির তৈরি হওয়ায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

/এএস

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত