Swadhin News Logo
মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

নোয়াখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একই বিদ্যালয়ের শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। অভিযোগের পর প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষকের সামনেই তার বিরুদ্ধে ‘ভুয়া, ভুয়া’ শ্লোগান দিতে শোনা যায় শিক্ষার্থীদের। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এ কর্মসূচি হয়। পরে সোয়া ১১টার দিকে ওই কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তবে কিছুক্ষণ পরই পুলিশ এসে শিক্ষার্থীদের সড়ক থেকে তুলে দেয়। বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের কাছ থেকে বিচারের আশ্বাস পেয়ে অবস্থানস্থল ত্যাগ করে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত রবিবার প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে তার কার্যালয়ে ডাকেন। তিনি তাকে নিয়মিত ক্লাসের বাইরে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস (কোচিং) নেওয়ার প্রস্তাব দেন।  এ সময় শিক্ষিকা ক্লাস নিতে অপারগতা জানালে প্রধান শিক্ষক তার সঙ্গে দুর্ব্যবহার করেন। শুধু ওই শিক্ষিকা নন, বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকা প্রধান শিক্ষকের দুর্ব্যবহারের শিকার। এর আগে এক শিক্ষিকা প্রধান শিক্ষকের দুর্ব্যবহারে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এসব কারণে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

বিদ্যালয়টির একাধিক শিক্ষক এবং অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, আগে মাহমুদ রিয়াদ নিজেকে আওয়ামী লীগের নেতা দাবি করে ক্ষমতার প্রভাব দেখিয়ে শিক্ষক ও অভিভাবকদের চুপ করিয়ে রাখতেন। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই মামলাসহ নানাভাবে হয়রানি করতেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজেকে ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেন এবং এখনও শিক্ষক এবং অভিভাবকদের হুমকি-ধমকি দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করছেন।  

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চলাচালে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। তখন শিক্ষার্থীরা তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেয়। একপর্যায়ে প্রধান শিক্ষক সেখান থেকে সরে যান। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বসে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে সেখান থেকে চলে যায় তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বলেন, ‘দুর্ব্যবহার করার অভিযোগ ভিত্তিহীন। ওই শিক্ষিকা প্রথমে বিশেষ ক্লাস করাতে রাজি হয়েছিলেন। পরে হঠাৎ করে অপারগতা জানান। এ নিয়ে তার সঙ্গে তর্কাতর্কি হয়। পরে ওই শিক্ষিকা তার স্বামীকে ডেকে আনেন। তার স্বামী আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। বিষয়টি তিনি সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জানিয়েছেন।’

এ ব্যাপারে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘শিক্ষিকা ও প্রধান শিক্ষক উভয়ের মধ্যে ঝামেলা রয়েছে। শিক্ষার্থীদের কেউ ইন্ধন দিয়ে আন্দোলনে নামিয়েছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেছি। শিগগিরই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মনে হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলে এটি হয়েছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
যে সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারেনি, সেটি জনগণের নয়: নাহিদ ইসলাম

যে সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারেনি, সেটি জনগণের নয়: নাহিদ ইসলাম

সন্তানদের সামনে মাকে ছুরিকাঘাত করে হত্যা করলো বাবা

সন্তানদের সামনে মাকে ছুরিকাঘাত করে হত্যা করলো বাবা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার ৫টি সম্ভাব্য উপায়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার ৫টি সম্ভাব্য উপায়

বাড়ির পাশের মাঠে পাওয়া গেলো কৃষকের ঝলসানো মরদেহ

বাড়ির পাশের মাঠে পাওয়া গেলো কৃষকের ঝলসানো মরদেহ

গত এক বছরে পুলিশ একটাও মিথ্যা-গায়েবি মামলা করেনি: অ্যাটর্নি জেনারেল

গত এক বছরে পুলিশ একটাও মিথ্যা-গায়েবি মামলা করেনি: অ্যাটর্নি জেনারেল

বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

কিছু রাজনৈতিক ব্যক্তি নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: দুলু

কিছু রাজনৈতিক ব্যক্তি নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: দুলু

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় আরেক মামলা, আসামি সাড়ে ৫ হাজার

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় আরেক মামলা, আসামি সাড়ে ৫ হাজার

ট্রাম্পের ৫০% শুল্কে ভারতের শেয়ার বাজারে ধস

ট্রাম্পের ৫০% শুল্কে ভারতের শেয়ার বাজারে ধস

গাইবান্ধায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে দুইজন নিহত, আহত ২

গাইবান্ধায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে দুইজন নিহত, আহত ২