
স্টাফ করেসপনডেন্ট, সাভার:
ঢাকার আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস থেকে ২৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে আটক মাদক কারবারিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল-জিরাবো অংশে যৌথ চেকপোস্টে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- স্থানীয়ভাবে মাদক সরবরাহকারী নাজমা আক্তার ও সিলেট থেকে আশুলিয়ায় মাদক সরবরাহকারী রাজন ও ইমান। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
যৌথ বাহিনি জানায়, সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, বিজিবি’র যৌথ চেকপোস্ট অভিযানে সন্দেহভাজন একটি মাইক্রোবাস তল্লাশি করা হয়। এসময় মাইক্রোবাস থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় নারীসহ ৩ মাদক কারবারিকে। আটকরা সবাই মাদক কারবারের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। রাজন ও ইমাম সিলেট থেকে মাদক এনে নাজমাকে সরবরাহ করতেন আর নাজমা আশুলিয়ার জামগড়া ও এর আশেপাশের বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতার কাছে সরবরাহ করতেন।
আশুলিয়া ওসি আব্দুল হান্নান বলেন, আটকদের থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
/এএস

















