Swadhin News Logo
শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পরাজিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই: গণপূর্ত উপদেষ্টা

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
পরাজিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই: গণপূর্ত উপদেষ্টা

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তবে পরাজিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই। দেশের জনগণ ও যুবকরা তাদের দমন ও প্রতিহত করবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) নাটোরে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

আদিলুর রহমান বলেন, জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান। জাতি তাদের সারাজীবন মনে রাখবে। তবে ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো সব আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। বিচার ও সংস্কারের কাজ বাকি রয়েছে। বিচারকে দৃশ্যমান করার চেষ্ঠা চলছে এবং তা দৃশ্যমান হয়ে উঠছে।

তিনি আরও বলেন, সংস্কারের কাজও চলমান রয়েছে। এর সঙ্গে জাতীয় নির্বাচনেরও প্রস্তুতি চলছে। বিচার ও সংস্কার এগিয়ে নিয়ে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে আশা করছি।

এ সময় গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

/আরএইচ

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত