Swadhin News Logo
শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ
কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন

কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। কুষ্টিয়া জেলা ও কুমারখালী থানা পুলিশের সদস্যদের নিয়ে একটি দল সেখানে নিরাপত্তায় কাজ করছে।

আখড়াবাড়ি সংলগ্ন বাড়ির বাসিন্দা এস এম রাশেদ বলেন, ‘শনিবার সকাল থেকে কয়েকজন পুলিশ সদস্যকে আখড়াবাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আখড়াবাড়ির ভেতর ও বাইরেও পুলিশের উপস্থিতি রয়েছে।’

কুষ্টিয়া পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাড়তি সতর্কতার অংশ হিসেবে লালন শাহের আখড়াবাড়িতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা সেখানে পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। তবে কোনও হুমকি বা হামলার আশঙ্কা নেই। তবু আমরা আগাম সতর্ক আছি।’

এ বিষয়ে লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‌‘এটা পুলিশের রুটিন ওয়ার্ক। এ ছাড়া তেমন কিছু না।’

প্রসঙ্গত, আগামী ১ কার্তিক (১৭ অক্টোবর) লালন শাহের তিরোধান দিবস। এ উপলক্ষে এবার সরকার ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে জাতীয়ভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক