Swadhin News Logo
রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পাহাড়িয়াদের উচ্ছেদ করতে গেলে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে: মানববন্ধনে বক্তারা

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ণ
পাহাড়িয়াদের উচ্ছেদ করতে গেলে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে: মানববন্ধনে বক্তারা

‘রাজশাহীর মোল্লাপাড়ার মালপাহাড়িয়া মহল্লা থেকে তাদের উচ্ছেদ করতে দেওয়া হবে না। ৫৩ বছর ধরে বাস করা পাহাড়িয়া পরিবারগুলো সেখানেই থাকবে। কেউ তাদের উচ্ছেদ করতে গেলে সম্মিলিতভাবেই প্রতিহত করা হবে’—পাহাড়িয়াদের উচ্ছেদচেষ্টার প্রতিবাদে শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহীতে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এমন কথাই বলেছেন।

নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি। সংহতি জানিয়ে অংশ নেয় দিনের আলো হিজড়া সংঘ, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি। অংশ নেন ভুক্তভোগী পাহাড়িয়ারাও। সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।

মানববন্ধনে পাহাড়িয়া পরিবারগুলোর পক্ষ থেকে বক্তব্য দেন ময়ূরী বিশ্বাস। তিনি বলেন, ‘এই জমিতে আমাদের দাদারা বাস করেছেন, আমাদের বাবারাও বাস করেছেন। এখন আমরা বাস করছি। দাদাদের কাছে শুনেছি, এই জমির প্রকৃত মালিক ইন্দ্রা ধোপা বহু আগে ভারতে বোনের বাড়ি গিয়ে মারা গেছেন। তিনি কাউকে জমি দিয়ে যাননি। এখন সাজ্জাদ আলী জমির মালিক সেজে আমাদের তুলে দিতে চাচ্ছেন। আমরা কোথাও যেতে চাই না।’

কান্নায় ভেঙে পড়ে ময়ূরী বলেন, ‘আমরা এতই আগে থেকে এখানে বাস করছি যে, তখন পুরো শহরই ছিল প্রায় ফাঁকা। বাপ-দাদাদের আমলে আমাদের মহল্লা থেকেই অনেক দূর দিয়ে যাওয়া ট্রেন দেখা যেত। নদীর জাহাজ দেখা যেত। এতদিন পর সাজ্জাদ কেন জমির মালিকানা দাবি করছেন?’

জাতীয় আদিবাসী পরিষদের সহ-সভাপতি রাজ কুমার শাও বলেন, ‘সাজ্জাদের দলিল সঠিক নেই। এটা আদিবাসীদেরই জায়গা। এখানে সিটি করপোরেশন তাদের জন্য শৌচাগার নির্মাণ করে দিয়েছে, টিউবওয়েল দিয়েছে। ব্যক্তিগত জায়গায় এসব স্থাপনা হয় না। আদিবাসীরা যেহেতু ৫৩ বছর ধরে এখানে বাস করছেন, এ জায়গা তাদের বন্দোবস্ত করে দিতে হবে।’

পাহাড়িয়া মহল্লার সর্দার বাবুল বিশ্বাস বলেন, ‘সাজ্জাদ আলী আমাদের ভয় দেখিয়েছেন। অল্প কিছু টাকা হাতে তুলে দিয়ে বলেছেন, জমি না ছাড়লে অসুবিধা আছে। আমরা ভয়ে চলে যাচ্ছিলাম। এখন সবাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা আর কোথাও যেতে চাই না। এই বাড়িতে জন্মেছি, এই বাড়িতেই মরতে চাই। আমরা সবার সহযোগিতা চাই।’

জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী বলেন, ‘এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিন প্রজন্ম বাস করার পর কাউকে এভাবে ভিটেমাটি থেকে কোনোভাবেই উচ্ছেদ করা যায় না। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে রুখে দাঁড়াতে হবে।’

প্রসঙ্গত, রাজশাহী সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় মুক্তিযুদ্ধের পর ছয়টি পাহাড়িয়া পরিবার বাড়ি করার সুযোগ পায়। তিন প্রজন্মে এখন বাড়ি হয়েছে ১৬টি। এতদিন পর সাজ্জাদ আলী নামের এক ব্যক্তি এই ১৬ কাঠা জমির মালিকানা দাবি করছেন।

তিনি ১৬ পরিবারকে ৩০ লাখ টাকা দিয়ে উচ্ছেদের আয়োজন করেছিলেন। তিনটি পরিবার কয়েকদিন আগেই বাড়ি ছাড়ে। শুক্রবার সেখানে খাসি কেটে খাইয়ে-দাইয়ে তাদের ‘বিদায়ের’ আয়োজন ছিল। রবিবার (৭ সেপ্টেম্বর) বাকিদের ঘর ছাড়তে বলা হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর তোলপাড় শুরু হয়। ভেস্তে যায় খাসি ভোজের আয়োজন। বৃহস্পতিবারই পুলিশ-প্রশাসন তৎপর হয়ে ওঠে। শুক্রবার সকালে ওই মহল্লায় যান আদিবাসী সংগঠনের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও উন্নয়ন কর্মীরা। সেখানে তারা মানববন্ধন করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশি আটক

২০ যাত্রী নিয়ে কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি

২০ যাত্রী নিয়ে কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি

রাজশাহী পৌঁছেছে নিহত পাইলটের মরদেহ, বিকালে জানাজা ও দাফন

রাজশাহী পৌঁছেছে নিহত পাইলটের মরদেহ, বিকালে জানাজা ও দাফন

ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে সড়ক অবরোধ ‘জাগো শরীয়তপুর’ সংগঠনের

ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে সড়ক অবরোধ ‘জাগো শরীয়তপুর’ সংগঠনের

খাগড়াছড়িতে ১৪৪ ধারার মাঝেই দ্বিতীয় দিনের মতো অবরোধ চলছে

খাগড়াছড়িতে ১৪৪ ধারার মাঝেই দ্বিতীয় দিনের মতো অবরোধ চলছে

নাটক সাজিয়ে কলেজছাত্রকে হত্যার অভিযোগ, বিচার দাবিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

নাটক সাজিয়ে কলেজছাত্রকে হত্যার অভিযোগ, বিচার দাবিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

Κορυφαία Εκδηλώσεις Πόκερ Έτοιμα Για Συμμετοχή ⚡   στη Λαμία

Κορυφαία Εκδηλώσεις Πόκερ Έτοιμα Για Συμμετοχή ⚡ στη Λαμία

যে কারণে মার্কিন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এলো ভারত

যে কারণে মার্কিন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এলো ভারত

গভীর সমুদ্রে জেলেরা, কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ফিরতে পারবেন?

গভীর সমুদ্রে জেলেরা, কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ফিরতে পারবেন?