
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহত হয়েছেন অন্তত ৬০ জন। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দারুল জামাল শহরে হয় এ ঘটনা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বিদ্রোহীরা দারুল জামাল গ্রামে হামলা চালায়। এই গ্রামটি নাইজেরিয়া-ক্যামেরুন সীমান্তে একটি সামরিক ঘাঁটির পাশে অবস্থিত। হামলায় অন্তত পাঁচজন সৈন্য নিহত হয়েছেন।
ঘটনার সময় মোটরসাইকেল নিয়ে শহরে প্রবেশ করে সন্ত্রাসীরা। স্বয়ংক্রিয় অস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি চালায় তারা। এরপর গ্রামের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।
নাইজেরিয়ান এয়ার ফোর্স জানিয়েছে, গ্রামে হামলার খবর পাওয়ার পর তারা অভিযান চালায়। অভিযানে ৩০ জন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) গ্রাম পরিদর্শনকালে বোর্নো গভর্নর বাবাগানা জুলুম বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। সম্প্রদায়টি কয়েক মাস আগে পুনর্বাসিত হয়েছিল এবং তারা স্বাভাবিক জীবনযাপন করছিল।’
তিনি আরও বলেন, ‘নাইজেরিয়ান সেনাবাহিনীর সংখ্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত নয়।
চলতি বছরের এপ্রিলে গভর্নর জুলুম সতর্ক করেছিলেন যে বোকো হারাম আবার সক্রিয় হচ্ছে। কারণ তাদের যোদ্ধারা কয়েকটি হামলা চালিয়ে রাজ্যের কিছু অংশ দখল করেছে।
বোর্নো ১৫ বছরের বিদ্রোহী অভিযান কেন্দ্রবিন্দু হিসেবে রয়ে গেছে। এই হামলার কারণে দুই মিলিয়নের বেশি মানুষ তাদের বাড়ি ত্যাগ করেছে এবং ৪০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের এপ্রিল বোকো হারাম আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করে, যখন তারা বোর্নোর চিবক শহর থেকে ২৭০-এর বেশি স্কুলছাত্রীকে অপহরণ করে।
সূত্র: বিবিসি নিউজ।
/এআই

















