Swadhin News Logo
রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রংপুরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ
রংপুরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

রংপুর ব্যুরো:

রংপুর-৩ (সদর) আসনের সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ডকে রংপুর-১ (গংগাচড়া) আসনে অন্তর্ভুক্ত করে নতুন সীমানা নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি।

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রংপুর মহানগরীর কাচারী বাজারে এই মানববন্ধন করেন তারা। এতে অংশ নেন ওয়ার্ডের কয়েকশ বাসিন্দা।

এ সময় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম দেওয়ানী, সংসদীয় আসন রক্ষা কমিটির আহবায়ক মো. মাহমুদুল হাসান, সদস্য সচিব আলমগীর কবির শাহীনসহ আরও অনেকে।

সংসদীয় আসন রক্ষা কমিটির সদস্য সচিব আলমগীর কবির শাহীন বলেন, কোন ধরনের আলাপ আলোচনা না করেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। স্বাধীনতার পর থেকেই এই ওয়ার্ডের মানুষ রংপুর-৩ (সদর) আসনে ভোট দেন। কিন্তু নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারো দ্বারা প্রভাবিত হয়ে এটা করেছে। এতে আমরা এলাকাবাসি ক্ষুব্ধ। আমরা পূর্বের সীমানা চাই। এ সময়, সমাধান না আসলে প্রয়োজনে আরও কঠোর আন্দোলন করা হবে বলেও জানান তিনি।

অপরদিকে, কমিটির সদস্যসচিব মাহমুদুল হাসান বলেন, এটা আমাদের সাথে প্রতারণা। কারণ সদর উপজেলা আমাদের ওয়ার্ড থেকে ১ মাইল আর গঙ্গাচড়া উপজেলার দূরত্ব ২৫ মাইল। এটা বাস্তবায়ন হলে আমাদের সব কিছুতেই হয়রানিতে পড়তে হবে। এ সময় দ্রুত নতুন সীমানাতে সিটির ৯ নং ওয়ার্ডকে রংপুর-৩ সদর আসনের সাথে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান তিনি।

পরে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসি ও আঞ্চলিক নির্বাচন কর্মকতার মাধ্যমে স্মারকলিপি দেন মানববন্ধনকারীরা।

এ বিষয়ে রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, আমরা স্মারকলিপি পেয়েছি। প্রধান নির্বাচন কমিশনার এবং সরকারের সংশ্লিষ্ট দফতরে তা পাঠানো হয়েছে। সেইসাথে, এলাকাবাসীর দাবি তাদেরকে টেলিফোনে জানানো হয়েছে বলেও জানান তিনি।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক