Swadhin News Logo
সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ব্রাসেলসে ব্যাপক বিক্ষোভ

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৮, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ব্রাসেলসে ব্যাপক বিক্ষোভ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ব্রাসেলসে ব্যাপক বিক্ষোভ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে নেমেছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এদিন ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে বিক্ষোভে নামেন বিক্ষোভকারীরা। বেশিরভাগ আন্দোলনকারীর পরনে ছিল লাল ও সবুজ রঙের পোশাক। এসময় গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তারা। যা গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বানের প্রতীক।

অপরদিকে, পুলিশের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, বিক্ষোভে ৭০ হাজার মানুষ অংশগ্রহণ করে। তবে আয়োজকরা জানিয়েছেন অংশগ্রহণকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজারের ওপরে ছিল।

উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সিটিতে অভিযান বাড়ানোর ঘোষণা দিলে আন্দোলনে নামেন তারা। এ সময়, হামাসের সাথে যুদ্ধ বন্ধের চুক্তির দাবি জানায় ব্রাসেলস এর সাধারণ জনগণ।

গত শুক্রবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট এএফপিকে বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণে ইইউ’র বৈদেশিক নীতির বিশ্বাসযোগ্যতা ‘ধ্বংস’ হচ্ছে। পদক্ষেপ নিতে।না পারার কারণ হিসেবে তিনি ইইউ’র সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিভাজনকে দায়ী করেন।

তিনি আরও জানান, চলতি মাসের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। সেইসাথে ইসরায়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও উল্লেখ করেন তিনি।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত