Swadhin News Logo
সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ক্যালিফোর্নিয়ায় বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির উপহারবক্স থেকে ৬০ হাজার ডলার চুরি

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৮, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ
ক্যালিফোর্নিয়ায় বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির উপহারবক্স থেকে ৬০ হাজার ডলার চুরি

ক্যালিফোর্নিয়ায় বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির উপহারবক্স থেকে ৬০ হাজার ডলার চুরি

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গ্লেনডেল শহরে নতুন দম্পতির বিয়ের অনুষ্ঠান থেকে নগদ এবং চেকসহ উপহার চুরি করার অভিযোগে দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা গেছে, চুরি কাণ্ডে অভিযুক্ত দু’জন আর্মিয়ান শিরেহজিনি (৪১ বছর) এবং আন্দ্রানিক অ্যাভেটিসিয়ান (৩৭)।

পুলিশ বলেছে, গত ৩১ আগস্ট, এক ব্যক্তি কালো পোশাক পরে রেনেসাঁ ব্যাঙ্কুয়েট হল থেকে একটি বক্স নিয়ে বেরিয়ে এসইউভি গাড়িতে চড়ে পালিয়ে যায়। ওই বক্সে ছিল নগদ ৬০ হাজার মার্কিন ডলার, চেক ও উপহার, যা নবদম্পতির জন্য ছিল।

পুলিশ জানিয়েছে, শিরেহজিনিকে প্রধান সন্দেহভাজন এবং অ্যাভেটিসিয়ানকে গেটওয়ে ড্রাইভার হিসেবে চিহ্নিত করা হয়েছে। চোরদের সনাক্ত এবং ধরা পড়তে সিসিটিভি ফুটেজ ব্যবহার করে স্থানীয় পুলিশ।

তবে পুলিশের দাবি, চুরির নগদ অর্থ ও বহু চেক উদ্ধার করা হয়েছে। শিরেহজিনির কাছ থেকে একটি হ্যান্ডগান পাওয়া গেছে এবং উভয় অভিযুক্তদের বাসা থেকে বিভিন্ন অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে।

নববধূ নাদিম ফারাহাত বলেন, ‘এটি ভীষণ কষ্টের এবং ভাবতে গেলে খুব আবেগাপ্লুত হয়ে যাই। যা হয়েছে, খারাপ হয়েছে। বিয়ের দিন এমন হবে কল্পনা করিনি।

সূত্র: এনবিসি নিউজ।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত