Swadhin News Logo
শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় জেলায় মোট ৩৪৯টি ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ভোট কক্ষ ১ হাজার ৮৫৩টি। বর্তমানে জেলার মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৯৩ হাজার ৬৮০ জন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার ২টি সংসদীয় আসনের (৭৯ চুয়াডাঙ্গা-১ ও ৮০ চুয়াডাঙ্গা-২) খসড়া ভোটকেন্দ্রের তালিকা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। খসড়া তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রণয়নের লক্ষ্যে সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আগামী ২৫ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণ শেষ হবে। ১২ অক্টোবর প্রাপ্ত দাবি বা আপত্তি নিষ্পত্তি করা হবে। 

এছাড়া আগামী ২০ অক্টোবর খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে। প্রকাশিত সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা সম্পর্কে কারও দাবি বা আপত্তি থাকলে তা আগামী ২৫ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে জেলা নির্বাচন অফিসার অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দাখিল করতে বলা হয়েছে। উক্ত তারিখের পরে এ সম্পর্কিত কোন আপত্তি গ্রহণ করা হবে না বলে চিঠিতে জানানো হয়। 

চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে উপজেলা রয়েছে ২টি। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা। এ দুটি উপজেলা পৌরসভা হিসেবে অন্তর্ভুক্ত।  দুই উপজেলায়  ইউনিয়ন রয়েছে ২১টি। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৬টি ও আলমডাঙ্গা উপজেলায় রয়েছে ১৫টি ইউনিয়ন। এসব এলাকায় ১৭৯ টি স্থায়ী ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৯৩৫টি ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ১৮টি। মোট ভোট কক্ষ ৯৫৩ টি। এ আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন, মহিলা ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন ও হিজড়া ভোটার রয়েছে ৭ জন। 

চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে উপজেলা রয়েছে ৩টি। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর, জীবননগর ও দামুড়হুদা। পৌরসভা রয়েছে ২টি। জীবননগর ও দর্শনা।  ইউনিয়ন রয়েছে ২০টি। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪টি, জীবননগর উপজেলায় ৮টি ও দামুড়হুদা উপজেলায় রয়েছে ৮ ইউনিয়ন। এসব এলাকায় ১৭০টি স্থায়ী ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৮৮০ টি ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ২০ টি। মোট ভোট কক্ষ সংখ্যা ৯০০ টি। এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৩ হাজার ৩১ জন, মহিলা ভোটার ২ লাখ ৪৩ হাজার ১৬৩ জন ও হিজড়া ভোটার রয়েছে ৫ জন। 

/এমএইচ

সর্বশেষ - আন্তর্জাতিক