স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:
মাদারীপুর সদর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার উপজেলার ঘটকচর এলাকায় ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে ‘গ্রীন ভিউ পরিবহন’ নামে আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। এরপর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
এদিকে, দুর্ঘটনার কারনে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৩টার দিক দুর্ঘটনা কবলিত বাস দুটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘসময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
/আরএইচ