ঝিনাইদহ করেসপনডেন্ট:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার খোসালপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৪ নারী, ৫ শিশু ও একজন পুরুষ রয়েছে। তাদের সবার বাড়ী খুলনা জেলার দিঘলিয়া আমবাড়িয়া গ্রামে বলে জানা গেছে। তাদের মধ্যে একজন হলেন খুলনা জেলার দিঘলিয়া থানার আমবাড়িয়া গ্রামের আশারাফ মোল্যার ছেলে মিন্টু মোল্লা (৪৩)। বাকি ৯ জনের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, শনিবার ভোর ৫টার দিকে মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১০ জনকে আটক করা হয়। সীমান্ত পিলার ৬০/১০৫-আর হতে আনুমানিক ১৭৫ গজ বাংলাদেশের ভেতরে একটি বাঁশ বাগান থেকে তাদেরকে আটক করে বিজিবি সদস্যরা। এরইমধ্যে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
/আরএইচ