এবার নিজেদের জলসীমায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাছ ধরার নৌযান আটকের অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা এপি।
ভেনেজুয়েলার অভিযোগ, তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৯ জেলেসহ নৌযানটিকে অবৈধভাবে আটক করে মার্কিন সামরিক বাহিনী। ক্যারিবিয় অঞ্চলে মোতায়েন করা একটি ডেস্ট্রয়ার থেকে ১৮ জনের মত সশস্ত্র সেনা নৌকাটিতে নেমে তার দখল নেয়। সেটি আটকে রাখে প্রায় আট ঘণ্টা পর্যন্ত।
নৌযান আটকের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ভেনেজুয়েলা প্রশাসন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সামরিক শক্তির অবৈধ ব্যবহার ও সরাসরি উস্কানি আখ্যা দিয়েছে কারাকাস।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর দেশটির একটি নৌযানে মার্কিন বাহিনীর হামলায় ১১ জন নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তুলে দেশটির সরকার।
তবে সেসময় মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে, নৌযানটিতে ভেনেজুয়েলা থেকে মাদক বহন করা হচ্ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে জানান, নিহতরা কুখ্যাত ভেনেজুয়েলান গ্যাং ‘ট্রেন ডি আরাগুয়া’র সদস্য। তার ভাষায়, জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল এবং যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পরিবহন করছিল।
উল্লেখ্য, গত মাসে ওয়াশিংটন মাদক চক্রবিরোধী অভিযানের কথা বলে ভেনেজুয়েলার উপকূলের দিকে তিনটি যুদ্ধজাহাজ পাঠায়। সেইসাথে, একটি গাইডেড মিসাইল ক্রুজার ও একটি পারমাণবিক শক্তিচালিত ফাস্ট-অ্যাটাক সাবমেরিনও মোতায়েন করে অঞ্চলটিতে। অভিযানে সাড়ে চার হাজার মার্কিন সেনা অংশ নিচ্ছে বলেও জানায় আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো।
/এএইচএম