Swadhin News Logo
রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

কক্সবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে তাণ্ডব, পৃথক দুই মামলায় আসামি এক হাজার

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
কক্সবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে তাণ্ডব, পৃথক দুই মামলায় আসামি এক হাজার

স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার:

কক্সবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং টিকিট কেলেংকারীর ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। দু’টি মামলায় দুই জনের নাম উল্লেখ করে প্রায় ১ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা ও পুলিশ। জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন জানান, খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, ও টিকিট কেলেংকারীর ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। তিনি বাদী হয়ে একটি মামলা করেছেন।

মামলায় টিকিটের ইজারাদার ইব্রাহিম বাবু ও শাফায়াত হোসাইন মুন্নার বাম উল্লেখ করে ৫০০/৭০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

অপরদিকে, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় আরেকটি মামলা দায়ের করে পুলিশ। মামলায় ৩০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি তদন্ত ফারুক হোসেন।

এর আগে, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম পরিদর্শন করেন জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন। এ সময় কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইফুদ্দিন শাহিন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, গণপূর্তকে দায়িত্ব দেয়া হয়েছে গতকালের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিবরণ দিতে। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে খুব সুনামের সাথে বেশকিছু ম্যাচ সমাপ্ত হয়েছে। কখনও এ ধরনের ঘটনা ঘটেনি।

জেলা পুলিশ সুপার জানান, লক্ষাধিক লোকের সমাগম হয়েছে খেলায়। হঠাৎ এমন একটি ঘটনা সামাল দিতে তৎক্ষনাৎ প্রস্তুতি ছিলো না পুলিশের। পুলিশের পাশাপাশি র‍্যাব ও আনসার সদস্যরা ছিলেন। ইতোমধ্যে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এতকিছুর পরও আইন শৃঙ্খলা বাহিনী ধৈর্যের সাথে ঘটনা সামাল দেয়ার চেষ্টা করেছে। তাদের প্রতি নির্দেশনা ছিলো যাতে কোনো ধরনের প্রাণঘাতির ঘটনা না ঘটে। এ ঘটনায় উস্কািদাতা, সুবিধাবাদীদের ভিডিও ফুটেজে সনাক্ত করে সবাইকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি টিকিট কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত শেষে জানা যাবে কারা এ ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে। ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উশৃংখল দর্শকদের তাণ্ডবে পণ্ড হয়ে। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়, গ্যালরীতে ব্যাপক তাণ্ডব চালানো হয়। এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকসহ অর্ধশত আহত হয়।

/এমএইচআর

সর্বশেষ - আন্তর্জাতিক