Swadhin News Logo
বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

শিবিরের প্যানেল থেকে লড়বেন সনাতন ধর্মাবলম্বী আকাশ

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ণ
শিবিরের প্যানেল থেকে লড়বেন সনাতন ধর্মাবলম্বী আকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে শিবির প্যানেল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাশ। একাধিক প্যানেল থেকে প্রস্তাব পেলেও তিনি শিবিরের প্যানেলকেই বেছে নিয়েছেন।

আকাশ দাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। নরসিংদীর এই কৃতি শিক্ষার্থী জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি তার মনোবল হারাননি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচনের কমিশনারের কাছ থেকে কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্যপদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সনাতন ধর্মাবলম্বী হয়ে শিবির প্যানেল থেকে মনোনয়ন নেওয়ার সম্পর্কে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে আকাশ বলেন, ‘এখানে ধর্মের দিক থেকে তো বিচার করলে হবে না। এখানে ধর্মকে না নিয়ে এসে সততার বিষয়ে দেখতে হবে। তাই বলে এখানে আমি অন্য সংগঠনগুলোকে অসৎ বলছি না। তুলনামূলকভাবে অন্য ছাত্রসংগঠনগুলো থেকে এগিয়ে শিবির। তাদের আদর্শ ও নীতিবোধ আমাকে সব সময় আকর্ষণ করে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির সব সময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী। তারা আমাদের প্রতিবন্ধী ছাত্রসমাজকে বিভিন্নভাবে সহযোগিতা করে ও পাশে থাকে। তারা ভদ্র ও মার্জিত আচরণের অধিকারী। সব মিলিয়ে আমি বিশ্বাস করি, এ প্যানেলের মাধ্যমেই ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীরাও আমাদের পাশে দাঁড়াবে। এ ছাড়া তারা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে। তাই আমি নিজে ইসলামী ছাত্রশিবিরের এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদে মনোনয়ন নিয়েছি।’

নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আকাশ বলেন, ‘আমি নির্বাচিত হলে, যেহেতু আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী, তাই আমি প্রথমে আমার প্রতিবন্ধী ভাইদের নিয়ে কাজ করবো। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির প্রতিবন্ধী কর্নারে একটা ব্রেইল প্রেস স্থাপন করবো। প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেন শিক্ষকদের কাছ থেকে একটা পূর্ণ সহযোগিতা পায় সেই বিষয়ে কাজ করবো। এ ছাড়া আপনি যদি সাধারণ শিক্ষার্থীদের কথা বলতে চান, তাহলে আমার প্রথম কাজ হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের দাবি ও অধিকারের কথা তুলে ধরা। শিক্ষার্থীদের যেকোনও অধিকার আদায়ের বিষয়ে আমি কাজ করবো এবং সেটা যেকোনও বিষয়েই হতে পারে। এ ছাড়া ক্যাম্পাসের যাতায়াত সমস্যা, খাবার সমস্যাসহ একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করবো।’

উল্লেখ্য, চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এবার ৩৫ বছর পর হচ্ছে নির্বাচন।

সর্বশেষ - আন্তর্জাতিক