চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:
নরসিংদীতে সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও দ্রুত আইনে বিচারের দাবিতে চুয়াডাঙ্গার দর্শনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল আওয়াল, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, সাংবাদিক হাসমত আলী, আবিদ হাসান রিফাত, মামুন হোসেন, মিঠুন মাহমুদ, রিপন হোসেন, তুহিনুজ্জামান, আঃ রহমান, ইমতিয়াজ রয়েল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, আর সেই সত্য প্রকাশ করলেই তাদের ওপর এমন বর্বর হামলা চালানো হয়। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিও জানান তারা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন দর্শনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।
/এমএইচ