Swadhin News Logo
মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রাবিতে তৃতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
রাবিতে তৃতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা আন্দোলনে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচার নিশ্চিত ও পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেক বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে ২০ অক্টোবর পোষ্য কোটা পুনর্বহাল নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। যার রেশ ধরেই এই লাগাতার কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। শাটডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই ফাঁকা হতে শুরু করে ক্যাম্পাস। বাসায় চলে যেতে দেখা যায় শিক্ষার্থীদের।

সরেজমিন দেখা যায়, প্রশাসন ভবনের বেশির ভাগ দফতরে তালা ঝুললেও কিছু কিছু অফিস খোলা রয়েছে। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে গিয়ে দেখা যায় আজ অনেকেই অফিস করছেন।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আবু মো. তারেক বলেন, ‘আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সেটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই কাজে ফিরে যাবো না।’

জানতে চাইলে ফিশারিজ বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের কমপ্লিট শাটডাউন চলছে, কারণ ২০ তারিখে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টরসহ অনেককে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেছে কিছু শিক্ষার্থী নামক সন্ত্রাসী। তারই প্রতিবাদে আমাদের এ কর্মসূচি। এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। শুধু আমরা না, গোটা বাংলাদেশের শিক্ষকরা আজ স্তম্ভিত। যতক্ষণ পর্যন্ত এটার সুষ্ঠু বিচার না হবে ততক্ষণে আমরা কর্মসূচি চালিয়ে যাবো।’

বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। শিক্ষার্থীরা কীভাবে শিক্ষকদের গায়ে হাত দেয়? এমন সন্ত্রাসীদের ছাত্রত্ব ও সার্টিফিকেট বাতিলের দাবি জানাই। যতদ্রুত সম্ভব শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি নিশ্চিত করুক প্রশাসন, তাহলেই আমরা ঘরে ফিরবো।’

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকল পর্যন্ত রাকসু নির্বাচন নিয়ে উৎসবমুখর পরিবেশ ছিল ক্যাম্পাসে। প্রার্থীরা নানা কৌশলে প্রচারণায় ব্যস্ত ছিলেন। এর মধ্যে সেদিন সন্ধ্যায় বাতিল হয়ে যাওয়া পোষ্য কোটা ১০ শর্তে ফিরিয়ে আনে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পর থেকে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে রবিবার শিক্ষক-কর্মকর্তারা লাঞ্ছিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে একদিনের পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করেন। সোমবার থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন।

গত ২১ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সভা শেষে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম। অফিসার সমিতি সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউনের’ ঘোষণা দেন। গতকাল রাতে আবারও জাতীয়তাবাদী শিক্ষকেরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানান।

এমন পরিস্থিতিতে গতকাল বিকেল পাঁচটায় রাকসু নির্বাচন কমিশনার জরুরি সভা করে নির্বাচনের তারিখ পেছান। আগামী মাসের ১৬ অক্টোবর ভোট ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
হামলায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন বাম নেতাদের

হামলায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন বাম নেতাদের

‘চোর’ আখ্যা দিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে জখম বাবা-মা

‘চোর’ আখ্যা দিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে জখম বাবা-মা

স্বরূপকাঠি স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

স্বরূপকাঠি স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন

৩টি ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

৩টি ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যদি ১০ ট্রাক অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, নিয়ে আসছিলেন কেন: নাসীরুদ্দীন

যদি ১০ ট্রাক অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, নিয়ে আসছিলেন কেন: নাসীরুদ্দীন

জাপার ৩ নেতাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা

জাপার ৩ নেতাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা

রাঙামাটিতে পানিবন্দি ১৮ হাজার মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট

রাঙামাটিতে পানিবন্দি ১৮ হাজার মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট

বিতর্কিত ছবি ফেসবুকে শেয়ার করে পদ হারালেন জামায়াত নেতা, বাধলো সংঘর্ষ

বিতর্কিত ছবি ফেসবুকে শেয়ার করে পদ হারালেন জামায়াত নেতা, বাধলো সংঘর্ষ

‘অন্তর্বর্তীকালীন সরকারের কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদেরও বিচার হবে’ 

‘অন্তর্বর্তীকালীন সরকারের কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদেরও বিচার হবে’