Swadhin News Logo
মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ধর্মঘট প্রত্যাহার, ৩৬ ঘণ্টা পর চাঁপাই-রাজশাহী-নাটোর থেকে বাস চলাচল শুরু

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ
ধর্মঘট প্রত্যাহার, ৩৬ ঘণ্টা পর চাঁপাই-রাজশাহী-নাটোর থেকে বাস চলাচল শুরু

চাঁপাইনবাবগঞ্জ করেসপনডেন্ট:

শ্রমিকদের দাবি মেনে নেয়ায় ৩৬ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে বন্ধ হওয়া দূরপাল্লার রাত্রিকালীন বাসগুলো চাঁপাইনবাবগঞ্জের বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া শুরু করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে গত ৮ ও ৯ সেপ্টেম্বর কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা। সে সময় মালিকদের বেতন বাড়ানোর আশ্বাসে কাজে ফেরেন শ্রমিকরা। দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা সোমবার (২২ সেপ্টেম্বর) কর্মবিরতির ডাক দেন। অবশেষে দাবি মেনে নেওয়ায় ৩৬ ঘণ্টা পরে বাস চলাচল শুরু হয়।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, দূরপাল্লার বাসে এক ট্রিপ (যাতায়াত) এর জন্য গাড়ির চালক পাবেন ১৭৫০ টাকা, সুপারভাইজার ৭৫০ এবং চালকের সহযোগী (হেল্পার) পাবেন ৬৫০ টাকা। এছাড়া গাড়ির ৩১ যাত্রী হলে একটি সিট এবং পূর্ণ গাড়ী যাত্রী হলে ২টি সিটের পরিমান ভাড়ার মূল্য তাদের মধ্যে বন্টন করা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে নতুন বেতন-ভাতা কার্যকর হবে।

ইতোপূর্বে গাড়ি চালক ১৩৫০ টাকা, সুপারভাইজার ৬২৫ এবং চালকের সহযোগী (হেল্পার) ৬০০ টাকা পারিশ্রমিক পেতেন। তবে নতুন বেতন-ভাতা কাঠামো নিয়ে সুপারভাইজারদের মাঝে অসন্তোষ রয়েছে বলে জানা গেছে।

দূরপাল্লার পরিবহন ন্যাশনাল ট্রাভেলস চাঁপাইনবাবঞ্জ জেলা ম্যানেজার মনিরুজ্জামান বাবলু জানান, একতা পরিবহনের চালক, সুপারভাইজার, ও হেল্পারের বেতন কাঠামো অন্যান্য পরিবহন কোম্পানির চাইতে বেশি ছিল। মূলত এই বিষয় নিয়ে শ্রমিকদের মাঝে ক্ষোভ ছিল। আজ মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে আলোচনার পর একই বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।

গ্রামীণ ট্রাভেলস এর জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ছানা জানান, পরিবহন শ্রমিকদের বেতন-ভাতা’র দীর্ঘ দিনের বৈষম্য ছিল। ঢাকায় আলোচনার মাধ্যমে বৃদ্ধির সিদ্ধান্তের পর আজ রাত থেকে আমরা দূরপাল্লার সকল যানবানহন চলাচল শুরু করেছি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, গতকাল পর্যন্ত মালিক পক্ষের সাথে আলোচনায় বসার বিষয়টি অনিশ্চিত ছিল। আজ বিকেলে ঢাকায় শ্রমিক ফেডারেশনের মধ্যস্থতায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার শ্রমিক নেতৃবৃন্দের সাথে বাস মালিক পক্ষের সাথে আলোচনার পর শ্রমিকদের দাবি পূরণ হয়েছে। ফলে আজ রাত থেকেই আমরা সকল দূরপাল্লার রুটের পরিবহন চলাচল শুরু হয়েছে।

প্রসঙ্গত, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গতকাল সোমবার থেকে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ ও কেটিসি পরিবহনসহ কয়েকটি পরিবহনের শ্রমিক-কর্মচারিরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছিলেন। তবে একতা পরিবহনের শ্রমিকরা বর্তমান নুতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাওয়ায় তাদের গাড়ি চলাচল অব্যহত ছিল।

/এমএইচ

সর্বশেষ - আন্তর্জাতিক