জাতিসংঘের মঞ্চে বক্তব্যকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন এবং তার বিরুদ্ধে চালানো হত্যাচেষ্টার বিষয়টি তুলে ধরেন।
ঠিক সেই মুহূর্তে সভা কক্ষে উপস্থিত অনেকেই করতালি দিয়ে সাড়া দেন, যা নেতানিয়াহুর বক্তব্যের প্রতি দৃঢ় সমর্থনের ইঙ্গিত বহন করে। বিশেষকরে, নেতানিয়াহুর বক্তব্যে করতালি দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।
তবে, অধিবেশনে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তৃতা দিচ্ছিলেন, তখন বহু দেশের প্রতিনিধি তার প্রতিবাদস্বরূপ অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘বিশ্বের অনেকেই ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলাগুলো ভুলে গেছে। কিন্তু আমরা ভুলিনি।’
নেতানিয়াহু হামলার সময় ঘটে যাওয়া কিছু ঘটনাবলীর বর্ণনা দেন, উল্লেখ করে যে, হামাস যাদের জিম্মি করেছিল, তাদের মধ্যে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হোলোকাস্ট থেকে বেঁচে যাওয়া বয়োজ্যেষ্ঠদের নাতি-নাতনিরা।
এরপর তিনি সেই ২০ জন জীবিত বন্দির নাম পড়ে শোনান এবং সরাসরি গাজার সীমান্তে বসানো ইসরায়েলি সামরিক মাইক্রোফোনের মাধ্যমে তাদের উদ্দেশে বলেন:
‘আমরা তোমাদের ভুলে যাইনি। যতদিন না তোমাদের সবাইকে ফিরিয়ে আনা যায়, ইসরায়েল থেমে থাকবে না।’
সূত্র: বিবিসি নিউজ।
/এআই