পাবনা করেসপনপডেন্ট:
পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ ও দুইটি বগি লাইনচ্যুত হবার সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বভাবিক হয়েছে।
এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ ও দুইটি বগি ভাঙ্গুড়া রেল ক্রসিং এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে সাড়ে ৫ ঘণ্টা পর লাইনচ্যুত লোকোমোটিভ ও বগি ঊদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসে। ভোর সাড়ে চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।
/এএস