
যুক্তরাষ্ট্রের এক নাগরিককে আফগানিস্তানে তালেবান দ্বারা নয় মাস ধরে আটক রাখার পর কাতারি মধ্যস্থতাকারীদের নেতৃত্বে আলোচনার মাধ্যমে মুক্তি দেয়া হয়েছে।
মুক্তিপ্রাপ্ত ব্যক্তির নাম আমির আমিরি। তিনি এ বছর আফগানিস্তানে আটক থাকা পঞ্চম মার্কিন নাগরিক যাকে মুক্তি দেয়া হলো। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতারের ‘অবিরাম কূটনৈতিক প্রচেষ্টা’ এর জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমিরির মুক্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাতার।
আমিরির আটক হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। রুবিও বলেছেন, তিনি ‘অবৈধভাবে আটক ছিলেন।’ তিনি আরও জানিয়েছেন, আরও কিছু মার্কিন নাগরিক আফগানিস্তানে এখনও আটক রয়েছেন এবং ট্রাম্প প্রশাসন তাদের মুক্তি নিশ্চিত করার জন্য কাজ করছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আমিরির মুক্তিতে সহায়তা করেছে এবং তিনি দোহায় যাচ্ছেন, এরপর যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন।
সূত্র: বিবিসি নিউজ।
/এআই

















