নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা রিসার্চ ইন্সটিটিউট পরিচালিত এক জরিপে দেখা গেছে, ইসরায়েলকে অতিরিক্ত অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাঠানোর বিরুদ্ধে ৫১ শতাংশ মার্কিন ভোটার।
জরিপে ৩৫ শতাংশ উত্তরদাতা ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে ‘জোরালোভাবে বিরোধিতা’ করেছেন, যেখানে মাত্র ১৯ শতাংশ এটি ‘জোরালোভাবে সমর্থন’ করেন।
জরিপে অংশগ্রহণকারীদের ৪০ শতাংশ মনে করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে হত্যা করছে এবং ৬২ শতাংশের মতে, ইসরায়েল বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।
এরই মাঝে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ ও বিতর্কিত সামরিক সাহায্য তহবিলে অর্থায়ন অব্যাহত রেখেছে। সম্প্রতি তারা ৬ বিলিয়ন ডলারের বেশি অস্ত্র বিক্রির অনুমোদন চাইছে, যার মধ্যে রয়েছে অ্যাপাচি হেলিকপ্টার ও হাজার হাজার আর্টিলারি ও সাঁজোয়া যান।
/এআই