Swadhin News Logo
মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কানাডার সন্ত্রাসী তালিকায় ভারতের ‘বিষ্ণোই গ্যাং’

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
কানাডার সন্ত্রাসী তালিকায় ভারতের ‘বিষ্ণোই গ্যাং’

কানাডার সন্ত্রাসী তালিকায় ভারতের ‘বিষ্ণোই গ্যাং’

লরেন্স বিষ্ণোই (ডানে)

ভারতের কুখ্যাত ‘বিষ্ণোই গ্যাং’-কে এবার সন্ত্রাসী তালিকাভুক্ত করলো কানাডা। খুন, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক পাচারসহ একাধিক অপরাধের দায়ে তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কানাডা সরকার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশটির জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দা-সাঙ্গারি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

এর প্রেক্ষিতে কানাডায় থাকা বিষ্ণোই গ্যাংয়ের যেকোনো সম্পদ, নগদ অর্থ থেকে শুরু করে যানবাহন জব্দ করা যাবে। এছাড়াও, কানাডায় প্রবেশের সময় বিষ্ণোই গ্যাংয়ের সন্দেহভাজন যেকোনো সদস্যকে আটক করবে অভিবাসন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, হাই প্রোফাইল হত্যাকাণ্ডে জড়িয়ে সম্প্রতি বেশ আলোচনায় আসে লরেন্স বিষ্ণোই নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাং। কানাডার মাটিতে শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার ও জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে সম্পৃক্ততা মেলে গ্যাংটির। মূলত এরপর থেকেই নয়াদিল্লির সাথে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয় অটোয়ার।

এছাড়াও, মহারাষ্ট্রের তিনবারের বিধায়ক ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে হত্যার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং নিজেই।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক