Swadhin News Logo
মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

খাগড়াছড়িতে অবরোধ স্থগিতের ঘোষণা

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
খাগড়াছড়িতে অবরোধ স্থগিতের ঘোষণা

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে সড়ক অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছে ‘জুম্ম ছাত্র জনতা’। সংগঠনটির ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে।

সংগঠনটি জানায়, প্রশাসনের আশ্বাস এবং শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আজ রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। তবে তাদের আট দফা দাবি যদি পূরণ করা না হলে আবারও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এদিকে, এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের কোনও খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার মঙ্গলবার গুইমারায় সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি বিবেচনায় প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করবে।

প্রসঙ্গত, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বেশ কয়েকদিন ধরে উত্তাল খাগড়াছড়ি। শুরু হয় সড়ক অবরোধ। এই ঘটনায় গুইমারায় সংগঠিত সংঘর্ষে তিন জন মারা যান।

সর্বশেষ - আন্তর্জাতিক