ইতালি ও স্পেনের পর এবার গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পাশে দাঁড়ালো তুরস্ক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক মাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন বহরে থাকা এক মানবাধিকার কর্মী। তুরস্কের দুটি সামরিক জাহাজ দেখা যায় সেখানে।
এর আগে, সুমুদ ফ্লোটিলার ওপর উড়তে থাকা তিনটি ড্রোন শনাক্ত করেছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট। গত তিনদিন ধরে নৌবহরের ওপর উড়তে দেখা যাচ্ছে ড্রোনগুলোকে। তুরস্কের চোরলু বিমানঘাটি থেকে আগত এগুলো। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি আঙ্কারা।
উল্লেখ্য, গত জুন মাসে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ ১১ জন সঙ্গীসহ ‘মেডলিন’ নামের একটি জাহাজে চড়ে গাজার উদ্দেশে নৌযাত্রা শুরু করেন। পরে ইসরায়েলি বাহিনী ওই জাহাজকে গাজা উপকূলের কাছাকাছি আটক করে এবং জাহাজে থাকা প্রত্যেককে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হয়।
পরবর্তীতে, আগস্ট মাসে আবারও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের নৌবহর নিয়ে গাজার উদ্দেশে রওনা দেন গ্রেটা থুনবার্গের নেতৃত্বাধীন একটি দল। পথে একাধিকবার হামলার শিকার হয়েছেন, এমন অভিযোগ করেন তারা। এর পরিপ্রেক্ষিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত নেয় স্পেন ও ইতালি। এখন পাশে দাঁড়ালো তুরস্কও।
/এএম