Swadhin News Logo
মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

দুর্গাপূজায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা হলে ব্যবস্থা নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ
দুর্গাপূজায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা হলে ব্যবস্থা নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সনাতন ধর্মালম্বীদের পাশে থাকব। পূজায় কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকারিভাবে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজ জেলা ঝিনাইদহের শৈলকূপার বিজুলীয়া সার্বজনীন দুর্গামন্দিরে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক, রাজনৈতিক এবং সামাজিকভাবে উদ্যোগ নেয়া হয়েছে। সকল মন্দিরে সিসি টিভি লাাগনো আছে। যাতে রাতের অন্ধকারে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা না করতে পারে। ধর্মীয় উৎসব পালনে বাধা দিলে যেকেউ জাতীয় দুশমন হিসেবে চিহ্নিত হবে। যেকোনো মূল্যে এই দেশকে সবার বাংলাদেশ হিসেবে দেখতে চাই।

রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা আরও বলেন, সাম্প্রদায়িক অশান্তি বা দাঙ্গা সৃষ্টির চেষ্টা হলে কঠোর হস্তে দমন করা হবে।

মন্দির পরিদর্শনকালে পূজা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেন তিনি। এ সময় বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আরএইচ

সর্বশেষ - আন্তর্জাতিক