হবিগঞ্জের লাখাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার মনতৈল গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এলাকার পঞ্চায়েত বাড়ির ফরিদ মিয়া ও পাশের গ্রামের নোয়াব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও মামলা নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে আজ দু’পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে টেটাবিদ্ধসহ আহত হন অন্তত ৩০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।
/এসআইএন