আমদানি রফতানি স্বাভাবিক রাখতে, আজ ছুটির দিনেও খোলা রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। তবে শুল্কায়ন এবং রাজস্ব আদায়ে গতি নেই। সিএন্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের উপস্থিতি বেশ কম। ব্যাংক, শিপিং অফিস সহ সংশ্লিষ্ট দফতর বন্ধ থাকায়, কাস্টমস খোলা রাখার সুফল পুরোপুরি মিলছে না।
সরেজমিনে দেখা যায়, খোলা রাখা হলেও চট্টগ্রাম কাস্টম হাউস অনেকটাই ফাঁকা। অন্যান্য সময় বেশিরভাগ শাখায় চাপ থাকলেও, সকাল থেকে দেখা যায় উল্টো চিত্র। জরুরি প্রয়োজনে বিল অব এন্ট্রি জমা দেয়া বা পণ্য ছাড় করাতে এসেছেন হাতেগোনা কয়েকজন।
এ ধরনের বিশেষ পরিস্থিতিতে, শুল্কায়ন, পণ্য খালাস এবং রাজস্ব আদায় অব্যাহত রাখতে ব্যাংকসহ সব দফতরের সাথে সমন্বয়ের তাগিদ বন্দর ব্যবহারকারীদের।
এর আগে, দুর্গাপূজার ছুটির মধ্যে কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে ‘সীমিত আকারে’ আমদানি ও রপ্তানির কার্যক্রম চলার সিদ্ধান্ত নেয় এনবিআর। মঙ্গলবার রাজস্ব বোর্ড এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর ফলে আজ চালু আছে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন।
/এএইচএম