ঝিনাইদহ করেসপনডেন্ট:
ঝিনাইদহ সদর উপজেলার বাস ও ভ্যানের সংঘর্ষে এক শিশু এবং ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নগর বাথান এলাকার আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগর বাথান গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও জীবননগর উপজেলার বাসিন্দা সিফাত (৮)।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন বিশ্বাস জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হলিধানী বাজার থেকে নগর বাথান বাজারে যাচ্ছিলো একটি ভ্যান। পথিমধ্যে ঝ মহাসড়কের আঠারো মাইল নামক স্থানে পৌঁছালে একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সিফাত হোসেন মারা যায়। আর ভ্যানচালক নজরুল ইসলামসহ দুইজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
/আরএইচ